বাদল রায় স্বাধীন : পাঁঠা বলি না করে,রিপু করো বধ,
খড়গ ধরার উছিলায়,পান করোনা মদ।
বুদ্ধির জন্য দিওনা,সিদ্ধির কলকে টান,
রোগ মুক্তির জন্য পশু,দিওনা বলিদান।
পশুটারও জিবন আছে,ভুলে কেন যাবে,
এক জীবের মৃত্যুতে কি,অন্যে আয়ু পাবে?
আশির্বাদের নামে যদি,পায়ে দলে মারো,
সাধু তোমার এমন রুপ,সময় থাকতে ছাড়ো।
ফ্রিতে খেয়ে বসে বসে,ভূড়ি করো মোটা,
পুঁজি তোমার রুদ্রাক্ষ আর,কপালে তিলক ফোটা।
গেরুয়া বসন আর,জট পাকানো চুল,
ধর্মের প্রধান অঙ্গ নয়,জীবে দয়া মুল।
হিন্দু মুসলিম বিভেদ করে,জীবে দয়া নয়,
সকল সৃষ্টির স্রষ্টা একজন,প্রভূ দয়াময়।