ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে ১১ আগস্ট

  • আপডেট সময় : ০২:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪ আগস্ট থেকে। তবে দ্বিতীয় দফায় তারিখ পিছিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত করা পরীক্ষাগুলো আগামী ১১ আগস্ট থেকে নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। এর আগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।’ আন্তশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ওই বিভাগের আওতাধীন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৩০ জুন থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরে সেই পরীক্ষা শুরু হয়।

পরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে প্রথম দফায় চার দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও চার দিনের পরীক্ষা বন্ধ করা হয়।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে ১১ আগস্ট

আপডেট সময় : ০২:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

প্রত্যাশা ডেস্ক : সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪ আগস্ট থেকে। তবে দ্বিতীয় দফায় তারিখ পিছিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত করা পরীক্ষাগুলো আগামী ১১ আগস্ট থেকে নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। এর আগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।’ আন্তশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ওই বিভাগের আওতাধীন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৩০ জুন থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরে সেই পরীক্ষা শুরু হয়।

পরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে প্রথম দফায় চার দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও চার দিনের পরীক্ষা বন্ধ করা হয়।