ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বাবার কবরে শায়িত হলেন শাফিন আহমেদ

  • আপডেট সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ৩টায় রাজধানীর বনানী কবরস্থানে বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তর কবরে শায়িত করা হয় তাকে। এসময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ, তাদের স্বজনরা এবং মাইলস সদস্যরা। এর আগে মৃত্যুর চার দিন পর সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে শাফিন আহমেদের মরদেহ নিয়ে আসা হয়। গত মঙ্গলবার জোহরের নামাজের সময় নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট)। এদিন জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে কুলখানি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গেল ৯ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় ছিল কনসার্ট। সেই শোয়ের আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বছরের এই তারকা। হাসপাতালে ভর্তি ও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টা ৯ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাবার কবরে শায়িত হলেন শাফিন আহমেদ

আপডেট সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

বিনোদন ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ৩টায় রাজধানীর বনানী কবরস্থানে বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তর কবরে শায়িত করা হয় তাকে। এসময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ, তাদের স্বজনরা এবং মাইলস সদস্যরা। এর আগে মৃত্যুর চার দিন পর সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে শাফিন আহমেদের মরদেহ নিয়ে আসা হয়। গত মঙ্গলবার জোহরের নামাজের সময় নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট)। এদিন জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে কুলখানি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গেল ৯ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় ছিল কনসার্ট। সেই শোয়ের আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বছরের এই তারকা। হাসপাতালে ভর্তি ও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টা ৯ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।