ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

নিরাপত্তা জোরদার

  • আপডেট সময় : ১২:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি কারাগারসহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্য যোগ করা হয়েছে সেনা সদস্যদেরও। সরেজমিনে দেখা গেছে, জেলা কারাগারের আরপি গেটে (প্রবেশদ্বার) রয়েছে বিশেষ নিরাপত্তা। কারারক্ষীদের প্রহরার পাশাপাশি একাধিক সেনা সদস্যও রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। পরিবেশ-পরিস্থিতির কারণে দর্শনার্থী সাক্ষাত বন্ধ রয়েছে। তাই কাউকে কারাগার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারাগারের প্রধান ফটকের সামনে সেনাসদস্য ও কারারক্ষীরা রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। পূর্ণাঙ্গ ইউনিফর্মে অগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করছেন। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ১২:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি কারাগারসহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্য যোগ করা হয়েছে সেনা সদস্যদেরও। সরেজমিনে দেখা গেছে, জেলা কারাগারের আরপি গেটে (প্রবেশদ্বার) রয়েছে বিশেষ নিরাপত্তা। কারারক্ষীদের প্রহরার পাশাপাশি একাধিক সেনা সদস্যও রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। পরিবেশ-পরিস্থিতির কারণে দর্শনার্থী সাক্ষাত বন্ধ রয়েছে। তাই কাউকে কারাগার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারাগারের প্রধান ফটকের সামনে সেনাসদস্য ও কারারক্ষীরা রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। পূর্ণাঙ্গ ইউনিফর্মে অগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করছেন। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।