কক্সবাজার সংবাদদাতা : সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনায় মামলা দায়ের করেছে কোস্টগার্ড। এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ এবং ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগে রবিবার কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. কর্নেল অনিক মাহমুদ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন। জানা গেছে, গত ২৪ জুলাই সেন্টমার্টিনের ট্রলারডুবির ঘটনাকে কেন্দ্র করে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডারসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় দ্বীপের দক্ষিণ পাড়ার ফয়সালকে এক নম্বর, সেন্টমার্টিন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহকে দুই নম্বর এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমানকে তিন নম্বর আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করে কোস্ট গাড
জনপ্রিয় সংবাদ