ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কোটা সংস্কার আন্দোলন নাটোরে সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের আরও ৯ জন গ্রেফতার

  • আপডেট সময় : ০১:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

নাটোর সংবাদদাতা : কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে নাটোরে জুবায়ের হোসেন (২৬) নামের এক সাংবাদিকসহ আরও ৯ বিএনপি-জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নাটোর সদর থানায় তিনজন এবং অন্য এলাকার ছয়জন রয়েছেন। গ্রেফতার জুবায়ের হোসেন সদর উপজেলার জাঠিয়ান গ্রামের জব্বার মন্ডলের ছেলে এবং নাটোর প্রেস ক্লাবের সদস্য। তিনি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার জুবায়ের হোসেন চলমান কোটা সংস্কার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ মামলায় এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নাটোরে এ পর্যন্ত আটটি মামলা করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিংড়ায় বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আটক
নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়া থেকে বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী এবং দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক আবুল কালাম আজাদকে (৫৫) আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ২টায় নিজ বাড়ি বিলদহর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটককৃত বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আবুল কালাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কোটা সংস্কার আন্দোলন নাটোরে সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের আরও ৯ জন গ্রেফতার

আপডেট সময় : ০১:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

নাটোর সংবাদদাতা : কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে নাটোরে জুবায়ের হোসেন (২৬) নামের এক সাংবাদিকসহ আরও ৯ বিএনপি-জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নাটোর সদর থানায় তিনজন এবং অন্য এলাকার ছয়জন রয়েছেন। গ্রেফতার জুবায়ের হোসেন সদর উপজেলার জাঠিয়ান গ্রামের জব্বার মন্ডলের ছেলে এবং নাটোর প্রেস ক্লাবের সদস্য। তিনি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার জুবায়ের হোসেন চলমান কোটা সংস্কার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ মামলায় এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নাটোরে এ পর্যন্ত আটটি মামলা করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিংড়ায় বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আটক
নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়া থেকে বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী এবং দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক আবুল কালাম আজাদকে (৫৫) আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ২টায় নিজ বাড়ি বিলদহর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটককৃত বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আবুল কালাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।