বিনোদন ডেস্ক: ইন্টারনেটবিহীন সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া চলছে গত ৫ দিন। ব্রডব্যান্ড ইন্টারনেট আসলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখনো ঢোকা যাচ্ছে না। তারমধ্যে দেশজুড়ে কারফিউ জারি রয়েছে। দেশের এই পরিস্থিতিতে কেমন কাটছে তারকাদের জীবন? সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা পূজা চেরি, ববি, টেলিভিশন অভিনেতা মুশফিক আর ফারহান ও সংগীতশিল্পী কোনাল। চিত্রনায়িকা পূজা চেরি বলেন, ‘২০২৪ সালে এসে এমন ইন্টারনেট ছাড়া থাকব এটা কেউ কী ভেবেছিল? আমাদের এখন তো সব যোগাযোগ ইন্টানেটনির্ভর। ইন্টারনেট নেই, তার ওপর কারফিউ। কোথাও বের হওয়া যাচ্ছে না। কী আর করব, টিভি দেখে সময় কাটছে। খবর দেখে দেশের পরিস্থিতি জানার বোঝার চেষ্টা করছি। বইও পড়ছি। তারপরও মনে হচ্ছে কী যেন নেই।’ চিত্রনায়িকা ববি বলেন, ‘কেমন যেন অচেনা লাগছে সবকিছু। কেমন শূন্য শূন্য লাগছে চারদিক। সব ধরনের শুটিং বন্ধ। বাসায় শুয়ে বসে দিন কাটছে। বাসায় বসে কী আর করব, টিভি দেখে সময় কাটছে। একটু পর পর খবর দেখে দেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। এটা ছাড়া কিছুই করার নেই। অপেক্ষায় আছি সবকিছু যেন ঠিক হয়ে যায়।’
টেলিভিশন অভিনেতা মুশফিক আর ফারহান বলেন, ‘একটা অদ্ভুত সময় কাটছে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া। কোভিডের সময় তাও সবার সাথে যোগাযোগ করতে পারতাম। কিন্তু এই সময়ে কেমন অচেনা লাগছে চারদিক। মোবাইল ফোনে কথা বলা ছাড়া কারো সাথে যোগাযোগ করতে পারছি না। টেলিভিশনে দেশের বর্তমান পরিস্থিতি আর কী হচ্ছে এইসব জেনেই সময় কাটছে। আমাদের সব ধরনেট শুটিং বন্ধ হয়ে আছে। আশা করছি সবকিছু জলদি ঠিক হয়ে যাবে। তরুণদের বেশির ভাগ এখন ইন্টারনেট নির্ভর এটা যেন দ্রুত ঠিক হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখা দরকার।’ সংগীতশিল্পী কোনাল বলেন, ‘এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে বুঝিনি। কেমন অচেনা লাগছে সবকিছু। চারিদিক কেমন একটা পরিবেশ খেয়াল করছি। টেলিভিশনে দেশের পরিস্থিতির খবর রাখার চেষ্টা করছি। এসব ছাড়া এখন করার কিছুই নেই। এর মধ্যে বেশ কয়েকটা বই পড়ার চেষ্টা করেছি। তা ছাড়া কিছুই করার নেই।’ পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়েছে। আপাতত ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে। এদিন রাত ৮টার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পেতে শুরু করেন ব্রডব্যান্ড গ্রাহকরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোকা যাচ্ছে না।
ইন্টারনেটবিহীন তারকাদের দিনরাত
ট্যাগস :
ইন্টারনেটবিহীন তারকাদের দিনরাত
জনপ্রিয় সংবাদ
























