ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ভারতে ফের সংক্রমণ-মৃত্যু বাড়ছে

  • আপডেট সময় : ১২:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফের প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করো আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৬৬ জনে। আক্রান্তের পাশাপাশি বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতের করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল চার লাখ ৩৫ হাজার ৭৫৮ জনে।
গতকাল বুধবার (২৫ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্যুলেটিনে থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার (২৪ আগস্ট) ২৫ হাজার ৪৬৭ জন শনাক্ত এবং ৩৫৪ জনের মৃত্যু হয়। অর তার আগের দিন সোমবার (২৩ আগস্ট) ২৫ হাজার ২৭ জন শনাক্ত এবং ৩৮৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী- গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গেছেন ২৮৮ জন। এছাড়া কেরালায় ১৭৩ জন, ওড়িশায় ৬৭ জন, কর্নাটকে ২৯ জন, তামিলনাড়ুতে ২৭, অন্ধ্র প্রদেশে ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। রাজ্যটিতে মারা গেছেন ২৪ হাজার ২৯৬। এছাড়া মহারাষ্ট্রে চার হাজার ৩৫৫ জন, তামিলনাড়ুতে এক হাজার ৫৮৫, কর্নাটকে এক হাজার ২৫৯, অন্ধ্রপ্রদেশে এক হাজার ২৪৮ জন। এদিকে, আক্রান্ত বাড়ায় ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। একদিনে তা বেড়েছে দুই হাজার ৭৭৬। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন তিন লাখ ২২ হাজার ৩২৭ জন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

ভারতে ফের সংক্রমণ-মৃত্যু বাড়ছে

আপডেট সময় : ১২:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফের প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করো আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৬৬ জনে। আক্রান্তের পাশাপাশি বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতের করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল চার লাখ ৩৫ হাজার ৭৫৮ জনে।
গতকাল বুধবার (২৫ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্যুলেটিনে থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার (২৪ আগস্ট) ২৫ হাজার ৪৬৭ জন শনাক্ত এবং ৩৫৪ জনের মৃত্যু হয়। অর তার আগের দিন সোমবার (২৩ আগস্ট) ২৫ হাজার ২৭ জন শনাক্ত এবং ৩৮৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী- গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গেছেন ২৮৮ জন। এছাড়া কেরালায় ১৭৩ জন, ওড়িশায় ৬৭ জন, কর্নাটকে ২৯ জন, তামিলনাড়ুতে ২৭, অন্ধ্র প্রদেশে ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। রাজ্যটিতে মারা গেছেন ২৪ হাজার ২৯৬। এছাড়া মহারাষ্ট্রে চার হাজার ৩৫৫ জন, তামিলনাড়ুতে এক হাজার ৫৮৫, কর্নাটকে এক হাজার ২৫৯, অন্ধ্রপ্রদেশে এক হাজার ২৪৮ জন। এদিকে, আক্রান্ত বাড়ায় ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। একদিনে তা বেড়েছে দুই হাজার ৭৭৬। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন তিন লাখ ২২ হাজার ৩২৭ জন।