আন্তর্জাতিক ডেস্ক : গত সোমবার পতাকায় মোড়ানো একটি কফিন নিয়ে ঘোড়ায় টানা একটি আস্তে আস্তে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে। সেদিনই এই সামরিক কবরস্থানে সমাহিত হয়েছেন আফগানিস্তান যুদ্ধের অন্যতম কারিগর ডোনাল্ড রামসফেল্ড। এমন এক সময়ে তিনি সমাহিত হলেন, যখন ২০ বছর পর আফগানিস্তানে পরাজয়ের স্বাদ নিয়ে দেশে ফিরছে মার্কিন বাহিনী। দুইবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা ডোনাল্ড রামসফেল্ড ৮৮ বছর বয়সে গত ২৯ জুন মারা যান। সমাহিত হওয়ার আগে গত সোমবার ফোর্ট মায়ারে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্য অনুষ্ঠান সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের স্থপতি হিসেবে বিভিন্ন সময়ে সমালোচিত হলেও শেষকৃত্য অনুষ্ঠানে তাকে প্রশংসায় ভাসান শুভাকাঙ্ক্ষীরা। রামসফেল্ডের দীর্ঘ দিনের বন্ধু ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি স্মৃতিচারণ করেন। শেষকৃত্য ও সমাহিত করার সময়ে রামসফেল্ডের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কোনও তথ্য প্রকাশও করা হয়নি। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি। তিনি রামসফেল্ডের স্ত্রীর হাতে তার কফিন মোড়ানো জাতীয় পতাকাটি তুলে দেন।