ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

টিকা প্রতিরোধী করোনা ভ্যারিয়েন্ট নিয়ে যা বললেন ফাইজার সিইও

  • আপডেট সময় : ১২:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাকসিন প্রতিরোধী করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট আবির্ভূত হতে পারে, ধারণা করছেন ফাইজারের প্রধান নির্বাহী (সিইও) অ্যালবার্ট বোরলা। গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্সনিউজে এক সাক্ষাৎকারে তিনি এমন আশঙ্কা করেন।
বোরলা বলেন, ‘আমরা এখনও পর্যন্ত এমন কোনও ভ্যারিয়েন্ট পাইনি যা ভ্যাকসিন প্রতিরোধী। কিন্তু সামনে কোনও একটি ভ্যারিয়েন্ট হয়তো টিকা প্রতিরোধী হতে পারে’।
তবে আশার কথাও শুনিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী। বলেন, করোনা প্রতিষেধক টিকার নতুন সংস্করণ আগামী তিন মাসের মধ্যে উৎপাদন যেতে পারে ফাইজার। করোনাভাইরাস নতুন নতুন ভ্যারিয়েন্ট বিশ্বের অনেক দেশেই শনাক্ত যাচ্ছে। এর মধ্যে ডেল্টা, ল্যাম্বডা ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট অন্যতম। বিজ্ঞানীরা সতর্ক করে আসছেন, এমন কোনও ভ্যারিয়েন্ট আসতে পারে যেটি ভ্যাকসিন কাজ করবে না। যদিও এ নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। অধিকাংশ দেশেই কোভিড প্রতিরোধে টিকা কার্যক্রম চলছে। টিকাদানের ফলে সম্প্রতি করোনার সংক্রমণ ও মৃত্যু হার কিছুটা কমে এসেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

টিকা প্রতিরোধী করোনা ভ্যারিয়েন্ট নিয়ে যা বললেন ফাইজার সিইও

আপডেট সময় : ১২:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাকসিন প্রতিরোধী করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট আবির্ভূত হতে পারে, ধারণা করছেন ফাইজারের প্রধান নির্বাহী (সিইও) অ্যালবার্ট বোরলা। গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্সনিউজে এক সাক্ষাৎকারে তিনি এমন আশঙ্কা করেন।
বোরলা বলেন, ‘আমরা এখনও পর্যন্ত এমন কোনও ভ্যারিয়েন্ট পাইনি যা ভ্যাকসিন প্রতিরোধী। কিন্তু সামনে কোনও একটি ভ্যারিয়েন্ট হয়তো টিকা প্রতিরোধী হতে পারে’।
তবে আশার কথাও শুনিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী। বলেন, করোনা প্রতিষেধক টিকার নতুন সংস্করণ আগামী তিন মাসের মধ্যে উৎপাদন যেতে পারে ফাইজার। করোনাভাইরাস নতুন নতুন ভ্যারিয়েন্ট বিশ্বের অনেক দেশেই শনাক্ত যাচ্ছে। এর মধ্যে ডেল্টা, ল্যাম্বডা ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট অন্যতম। বিজ্ঞানীরা সতর্ক করে আসছেন, এমন কোনও ভ্যারিয়েন্ট আসতে পারে যেটি ভ্যাকসিন কাজ করবে না। যদিও এ নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। অধিকাংশ দেশেই কোভিড প্রতিরোধে টিকা কার্যক্রম চলছে। টিকাদানের ফলে সম্প্রতি করোনার সংক্রমণ ও মৃত্যু হার কিছুটা কমে এসেছে।