ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন ‘আরএক্স ১০০’ সিনেমার নায়ক

  • আপডেট সময় : ১১:৪০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন তেলেগু সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা কার্তিকেয়া গুমাকোন্ডা। সম্প্রতি ভারতের হায়দরাবাদে পারিবারিক আয়োজনে প্রেমিকা লোহিতা রেড্ডির সঙ্গে বাগদান সারেন তিনি। ইনস্টাগ্রামে হবু স্ত্রীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন কার্তিকেয়া।
ইনস্টাগ্রামে কার্তিকেয়া লিখেন—‘বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার বাগদানের কথা ঘোষণা করতে পেরে দারুণ আনন্দ বোধ করছি। এখন সে আমার জীবনসঙ্গী। ২০১০ সালে এনআইটি ওয়ারাঙ্গালে লোহিতার সঙ্গে আমার প্রথম দেখা হয়। তারপর এক দশকের বেশি কেটে গেছে।’
বাগদান অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন কার্তিকেয়া। তাতে দেখা যায়, এমব্রয়ডারি কুর্তা পরেছিলেন কার্তিকেয়া। আর লোহিতা সবুজ ও গোলাপী রঙের শাড়িতে সেজেছিলেন। এ সাজের সঙ্গে গহনা বাড়তি মাত্রা যোগ করেছে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে এই জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এখনো বিয়ের দিন ধার্য হয়নি। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা করবেন কার্তিকেয়া।
২০১৭ সালে ‘প্রেমাথু মে কার্তিক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কার্তিকেয়া। পরের বছর তেলেগু ভাষার ‘আরএক্স ১০০’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ায় এটি। এখনো ‘আরএক্স ১০০’ খ্যাত অভিনেতা হিসেবে পরিচিত এই নায়ক। ২ কোটি রুপি বাজেটের এই সিনেমা মুক্তির পর বক্স অফিসে আয় করেছিল প্রায় ২৭ কোটি রুপির বেশি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন পায়েল রাজপুত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে

প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন ‘আরএক্স ১০০’ সিনেমার নায়ক

আপডেট সময় : ১১:৪০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন তেলেগু সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা কার্তিকেয়া গুমাকোন্ডা। সম্প্রতি ভারতের হায়দরাবাদে পারিবারিক আয়োজনে প্রেমিকা লোহিতা রেড্ডির সঙ্গে বাগদান সারেন তিনি। ইনস্টাগ্রামে হবু স্ত্রীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন কার্তিকেয়া।
ইনস্টাগ্রামে কার্তিকেয়া লিখেন—‘বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার বাগদানের কথা ঘোষণা করতে পেরে দারুণ আনন্দ বোধ করছি। এখন সে আমার জীবনসঙ্গী। ২০১০ সালে এনআইটি ওয়ারাঙ্গালে লোহিতার সঙ্গে আমার প্রথম দেখা হয়। তারপর এক দশকের বেশি কেটে গেছে।’
বাগদান অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন কার্তিকেয়া। তাতে দেখা যায়, এমব্রয়ডারি কুর্তা পরেছিলেন কার্তিকেয়া। আর লোহিতা সবুজ ও গোলাপী রঙের শাড়িতে সেজেছিলেন। এ সাজের সঙ্গে গহনা বাড়তি মাত্রা যোগ করেছে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে এই জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এখনো বিয়ের দিন ধার্য হয়নি। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা করবেন কার্তিকেয়া।
২০১৭ সালে ‘প্রেমাথু মে কার্তিক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কার্তিকেয়া। পরের বছর তেলেগু ভাষার ‘আরএক্স ১০০’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ায় এটি। এখনো ‘আরএক্স ১০০’ খ্যাত অভিনেতা হিসেবে পরিচিত এই নায়ক। ২ কোটি রুপি বাজেটের এই সিনেমা মুক্তির পর বক্স অফিসে আয় করেছিল প্রায় ২৭ কোটি রুপির বেশি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন পায়েল রাজপুত।