ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

নওগাঁয় ২ বোনের মৃত্যু, দোকানি গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

নওগাঁ সংবাদদাতা : নওগাঁ সদর উপজেলায় বিস্কুট খেয়ে বমির পর দুই বোনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামের দুই শিশুকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুরা হল- দোগাছী স্কুলপাড়া গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের মেয়ে খাদিজা (৬) ও তাবাসসুম (আট মাস)। হাসপাতালে চিকিৎসাধীন মঈন ইসলাম (১৬) একই গ্রামের পাইলট হোসেনের ছেলে। এবং আটক দোকানি কামরুজ্জামান (৩৫) একই এলাকার বাসিন্দা। শিশুদের আপন চাচা শাহজাহান আলী বুধবার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মইন বাড়ির পাশের কামরুজ্জামানের দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছু পরই তারা লাগাতার বমি করতে থাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসক আট মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, “বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” এ ঘটনায় শিশুদের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার মধ্যরাতে দোকানি কামরুজ্জামানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নওগাঁয় ২ বোনের মৃত্যু, দোকানি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

নওগাঁ সংবাদদাতা : নওগাঁ সদর উপজেলায় বিস্কুট খেয়ে বমির পর দুই বোনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামের দুই শিশুকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুরা হল- দোগাছী স্কুলপাড়া গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের মেয়ে খাদিজা (৬) ও তাবাসসুম (আট মাস)। হাসপাতালে চিকিৎসাধীন মঈন ইসলাম (১৬) একই গ্রামের পাইলট হোসেনের ছেলে। এবং আটক দোকানি কামরুজ্জামান (৩৫) একই এলাকার বাসিন্দা। শিশুদের আপন চাচা শাহজাহান আলী বুধবার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মইন বাড়ির পাশের কামরুজ্জামানের দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছু পরই তারা লাগাতার বমি করতে থাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসক আট মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, “বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” এ ঘটনায় শিশুদের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার মধ্যরাতে দোকানি কামরুজ্জামানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”