ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ১১:৩৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলায় বাড়ি ফেরার পথে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের চল্লিশঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে পাথরঘাটা থানার ওসি আল মামুন জানান। নিহত শহিদুল ইসলাম ওরফে পিলার শহিদ (৫৫) নামের ওই এলাকার মৃত বাহার আলীর ছেলে। গ্রেপ্তাররা হলেন- দক্ষিণ চরদুয়ানী ৩ নম্বর ওয়ার্ডের নাসির বিশ্বাস, রাসেল হাওলাদার ও তার ভাই হারুন হাওলাদার, রিমন মল্লিক, নাজমুল, খলিলুর রহমান এবং দক্ষিণ চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের সুমন হাওলাদার। নিহত শহিদুলের স্ত্রী আমেনা বেগম বলেন, “রাত ১০টার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সঙ্গে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে ফেরার পথে নাসির বিশ্বাস, রুবেল বিশ্বাস ও আব্বাস মল্লিকসহ ১০-১২ জন আমার স্বামীকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। “পরে স্থানীয়দের সহায়তায় রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে তিন ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।” এ বিষয়ে ওসি আল মামুন বলেন, “মৃত্যুর আগেই অভিযুক্তদের বিরুদ্ধে শহিদ মামলা করেছিলেন। বর্তমানে মামলা চলমান আছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।” লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৩৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলায় বাড়ি ফেরার পথে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের চল্লিশঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে পাথরঘাটা থানার ওসি আল মামুন জানান। নিহত শহিদুল ইসলাম ওরফে পিলার শহিদ (৫৫) নামের ওই এলাকার মৃত বাহার আলীর ছেলে। গ্রেপ্তাররা হলেন- দক্ষিণ চরদুয়ানী ৩ নম্বর ওয়ার্ডের নাসির বিশ্বাস, রাসেল হাওলাদার ও তার ভাই হারুন হাওলাদার, রিমন মল্লিক, নাজমুল, খলিলুর রহমান এবং দক্ষিণ চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের সুমন হাওলাদার। নিহত শহিদুলের স্ত্রী আমেনা বেগম বলেন, “রাত ১০টার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সঙ্গে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে ফেরার পথে নাসির বিশ্বাস, রুবেল বিশ্বাস ও আব্বাস মল্লিকসহ ১০-১২ জন আমার স্বামীকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। “পরে স্থানীয়দের সহায়তায় রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে তিন ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।” এ বিষয়ে ওসি আল মামুন বলেন, “মৃত্যুর আগেই অভিযুক্তদের বিরুদ্ধে শহিদ মামলা করেছিলেন। বর্তমানে মামলা চলমান আছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।” লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।