ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

স্থগিত হলো আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

  • আপডেট সময় : ১২:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কাবুল থেকে আকাশপথে এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব নয়। শ্রীলঙ্কা যেতে হলে আফগান ক্রিকেটারদের যেতে হবে প্রথমে সড়ক পথে পাকিস্তানে। সেখান থেকে বেশ কয়েকবার ফ্লাইট পরিবর্তন করে শ্রীলঙ্কার রাজধানী কাবুলে। আবার শ্রীলঙ্কায় চলছে করোনার কারণে লকডাউন। সব মিলিয়ে জটিল এক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে আফগান ক্রিকেট দল শ্রীলঙ্কা গিয়ে পৌঁছাতে পারবে কি না তা নিয়ে ছিল যথেষ্ট শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। লজিস্টিক নানা ধরনের সমস্যার কারণে সত্যি সত্যি আফগান ক্রিকেট দলের শ্রীলঙ্কা যাওয়া সম্ভব নয়। সে কারণে পাকিস্তান এবং আফগানিস্তান- দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো সিরিজটি। শ্রীলঙ্কান ভেন্যু হাম্বানতোতায় পাকিস্তানের বিরুদ্ধে সেপ্টেম্বরের শুরুতেই একদিনের সিরিজটি খেলার কথা ছিল রশিদ খানদের। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম সিরিজটি আয়োজন করতে। এমনকি পাকিস্তানকেও বলেছিলাম, তাদের মাটিতে যেন সিরিজটি খেলতে পারি। কিন্তু আফগানিস্তানের বর্তমান আভ্যন্তরীন অবস্থা বিচার-বিবেচনা করে আমরা শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করে দেয়ারই সিদ্ধান্ত নিয়েছি।’
পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও আফগানিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে দাবি হামিদের। তাদের এই সিদ্ধান্ত আইসিসিকেও জানিয়ে দেওয়া হয়েছে। হামিদ সিনওয়ারি বলেন, ‘সোমবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় আমরা সিরিজ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলাম। আগামী বছর আমরা এই সিরিজ খেলার কথা জানিয়েছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও সম্মতি জানিয়েছে। তারাও আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছে। পাশে রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও। আইসিসিকেও আমরা জানিয়েছি ২০২৩ বিশ্বকাপের আগেই আমরা এই সিরিজ খেলব।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আফগানিস্তানের ক্রিকেটারদের মানসিক অবস্থার পাশাপাশি শ্রীলঙ্কায় বাড়তে থাকা কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা, কাবুল থেকে শ্রীলঙ্কায় যাওয়ার অসুবিধা ও সম্প্রচারের ক্ষেত্রে কিছু সমস্যার কথা আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে। সে কথা বিবেচনা করে আমরা সিরিজ আপাতত স্থগিত রাখছি।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জাকির খান বলেন, ‘আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। খেলার ইচ্ছে থাকলেও পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের পিছিয়ে আসতে হচ্ছে। পরের বছর আমরা এই সিরিজ খেলব।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত হলো আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

আপডেট সময় : ১২:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : কাবুল থেকে আকাশপথে এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব নয়। শ্রীলঙ্কা যেতে হলে আফগান ক্রিকেটারদের যেতে হবে প্রথমে সড়ক পথে পাকিস্তানে। সেখান থেকে বেশ কয়েকবার ফ্লাইট পরিবর্তন করে শ্রীলঙ্কার রাজধানী কাবুলে। আবার শ্রীলঙ্কায় চলছে করোনার কারণে লকডাউন। সব মিলিয়ে জটিল এক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে আফগান ক্রিকেট দল শ্রীলঙ্কা গিয়ে পৌঁছাতে পারবে কি না তা নিয়ে ছিল যথেষ্ট শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। লজিস্টিক নানা ধরনের সমস্যার কারণে সত্যি সত্যি আফগান ক্রিকেট দলের শ্রীলঙ্কা যাওয়া সম্ভব নয়। সে কারণে পাকিস্তান এবং আফগানিস্তান- দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো সিরিজটি। শ্রীলঙ্কান ভেন্যু হাম্বানতোতায় পাকিস্তানের বিরুদ্ধে সেপ্টেম্বরের শুরুতেই একদিনের সিরিজটি খেলার কথা ছিল রশিদ খানদের। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম সিরিজটি আয়োজন করতে। এমনকি পাকিস্তানকেও বলেছিলাম, তাদের মাটিতে যেন সিরিজটি খেলতে পারি। কিন্তু আফগানিস্তানের বর্তমান আভ্যন্তরীন অবস্থা বিচার-বিবেচনা করে আমরা শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করে দেয়ারই সিদ্ধান্ত নিয়েছি।’
পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও আফগানিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে দাবি হামিদের। তাদের এই সিদ্ধান্ত আইসিসিকেও জানিয়ে দেওয়া হয়েছে। হামিদ সিনওয়ারি বলেন, ‘সোমবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় আমরা সিরিজ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলাম। আগামী বছর আমরা এই সিরিজ খেলার কথা জানিয়েছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও সম্মতি জানিয়েছে। তারাও আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছে। পাশে রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও। আইসিসিকেও আমরা জানিয়েছি ২০২৩ বিশ্বকাপের আগেই আমরা এই সিরিজ খেলব।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আফগানিস্তানের ক্রিকেটারদের মানসিক অবস্থার পাশাপাশি শ্রীলঙ্কায় বাড়তে থাকা কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা, কাবুল থেকে শ্রীলঙ্কায় যাওয়ার অসুবিধা ও সম্প্রচারের ক্ষেত্রে কিছু সমস্যার কথা আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে। সে কথা বিবেচনা করে আমরা সিরিজ আপাতত স্থগিত রাখছি।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জাকির খান বলেন, ‘আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। খেলার ইচ্ছে থাকলেও পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের পিছিয়ে আসতে হচ্ছে। পরের বছর আমরা এই সিরিজ খেলব।’