ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কর্মবিরতি

  • আপডেট সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

জামালপুর সংবাদদাতা : সর্বজনীন পেনশন (প্রত্যয়) স্কিম বাতিলের দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচি চতুর্থদিনের মতো চলছে। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন ঘুরে এমন চিত্র দেখা গেছে। কর্মবিরতির কারণে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী কেউই কোনো কাজে যোগ দেননি। দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিমের সভাপতিত্বে এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কর্মবিরতি

আপডেট সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

জামালপুর সংবাদদাতা : সর্বজনীন পেনশন (প্রত্যয়) স্কিম বাতিলের দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচি চতুর্থদিনের মতো চলছে। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন ঘুরে এমন চিত্র দেখা গেছে। কর্মবিরতির কারণে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী কেউই কোনো কাজে যোগ দেননি। দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিমের সভাপতিত্বে এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।