ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বান্দরবানে বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নিলো প্রশাসন

  • আপডেট সময় : ১২:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

বান্দরবান সংবাদদাতা : বেনজীরের জমিতে সাইনবোর্ড টানিয়ে দেয় জেলা প্রশাসন
বান্দরবানে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বাগান বাড়ি পশু ও মৎস্য খামার তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সম্পত্তি তত্ত্বাবধানে নিয়ে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেন। সম্পত্তির মধ্যে রয়েছে সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় ২৫ একর লিজের জমিতে থাকা বাগান বাড়ি ও খামার। জেলা প্রশাসক জানান, আদালতের নির্দেশনার পর বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনজীর আহমেদের অঢেল সম্পত্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুঁজে বের করার পর বান্দরবানেও তার বিশাল সম্পত্তির খোঁজ মেলে। স্থানীয়দের তথ্যমতে বান্দরবানের সুয়ালকে ২৫ একর ও লামায় প্রায় ৫৫ একর সম্পত্তির রয়েছে পুলিশের এই সাবেক আইজিপির। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সুয়ালকে ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বান্দরবানে বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নিলো প্রশাসন

আপডেট সময় : ১২:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

বান্দরবান সংবাদদাতা : বেনজীরের জমিতে সাইনবোর্ড টানিয়ে দেয় জেলা প্রশাসন
বান্দরবানে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বাগান বাড়ি পশু ও মৎস্য খামার তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সম্পত্তি তত্ত্বাবধানে নিয়ে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেন। সম্পত্তির মধ্যে রয়েছে সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় ২৫ একর লিজের জমিতে থাকা বাগান বাড়ি ও খামার। জেলা প্রশাসক জানান, আদালতের নির্দেশনার পর বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনজীর আহমেদের অঢেল সম্পত্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুঁজে বের করার পর বান্দরবানেও তার বিশাল সম্পত্তির খোঁজ মেলে। স্থানীয়দের তথ্যমতে বান্দরবানের সুয়ালকে ২৫ একর ও লামায় প্রায় ৫৫ একর সম্পত্তির রয়েছে পুলিশের এই সাবেক আইজিপির। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সুয়ালকে ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায়।