বরগুনা সংবাদদাতা : ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বরগুনার ৬৮ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ঢাকা আহছানিয়া মিশন এর বাস্তবায়নে বাংলাদেশ অস্ট্রেলিয়ান ডিজাষ্টার রিলিফ কমিটি সহযোগিতায় সোমবার (১ জুলাই) দুপুরে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঢাকা আহসানিয়া মিশনের মাধ্যমে এ সহায়তা প্রদান করে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে পরিচালিত জনকল্যাণমূলক সংস্থা বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজিস্টার রিলিফ কমিটি। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে রয়েছে, ৩০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল এবং ১১ কেজি ডালসহ বিভিন্ন উপকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আহ. মিশন এর প্রকল্প ব্যবস্থাপক, মোঃ জাহাংগীর আলম, এইচএসিই অফিসার জয় বৈদ্য, বরিশাল জোনের জোনাল ম্যানেজার তৌহিদুল ইসলাম, বরগুনার এরিয়া ম্যানেজার মোঃ আসলাম উদ্দিন, এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, বরগুনা সদর ব্রাঞ্চের মোঃ খলিলুর রহমান। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজিস্টার রিলিফ কমিটি বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বরগুনার ৬৮ পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ