বিনোদন ডেস্ক: সুদূর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিউইয়র্কে অংশ নিয়েছেন ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড-এ। পেয়েছেন সেরা টিভি অভিনেত্রীর পুরস্কারও। এই আনন্দের মাঝে পরিবারকে খুব মিস করছেন মেহজাবীন। এক ফেসবুকবার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। মেহজাকীনের কথায়, যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি, তখন সাধারণত আমি বিরক্ত হই। কিন্তু এখন অনেক দিন ধরে দেশে না থাকায়, আমি শুধু এই মুহূর্তগুলোই মিস করছি। মেহজাবীন আরও বলেন, আমার ভাইবোনদের অযথা চিৎকার, আমার বাবা-মায়ের জোরে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা। আমি বুঝতে পারছি যে আমার পরিবারের কথাবার্তা, হাসি বা ঝগড়ার শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি। উল্লেখ্য, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ২০০৯ সালে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। তার প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’ নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। এটি প্রচার হয় ২০১০ সালে। এরপর শুধুই এগিয়ে চলার।


























