ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

ইলিশ রপ্তানির পক্ষে নন মন্ত্রী শ ম রেজাউল

  • আপডেট সময় : ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রপ্তানি হলে দেশের মানুষের সুস্বাদু ইলিশ খাওয়ার সুযোগ অনিশ্চিত হতে পারে। তাই ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানির পক্ষে নই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে মনে করি ইলিশ বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ। ইলিশ একেবারে প্রান্ত থেকে নগর পর্যন্ত সকলে খাওয়ার সুযোগ পাওয়া উচিত। রপ্তানি হলে বিশাল কোনো অর্থনৈতিক অর্জন হওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নেই। বাণিজ্যিকভাবে এখন ব্যাপক আকারে ইলিশ রপ্তানি হলে দেশের মানুষের সুস্বাদু ইলিশ খাওয়ার সুযোগটা অনিশ্চিত হতে পারে। সেজন্য ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানির পক্ষে নই। ইলিশের উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উৎপাদন যেটা হচ্ছে আরও পাঁচ বছর যদি এ ধারা অব্যাহত রাখা যায়, তাহলে স্বয়ংসম্পূর্ণতা আসবে। এখনো অনেক গ্রাম রয়েছে, প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে ইলিশ যায় না। আমি চাই ইলিশ তো সকল সিজনে আসে না, যে সিজনে আসবে দেশের সবাই যেন ইলিশের স্বাদ নিতে পারে। তারপর রপ্তানির কথা ভাবা সঠিক হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইলিশ রপ্তানির পক্ষে নন মন্ত্রী শ ম রেজাউল

আপডেট সময় : ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : রপ্তানি হলে দেশের মানুষের সুস্বাদু ইলিশ খাওয়ার সুযোগ অনিশ্চিত হতে পারে। তাই ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানির পক্ষে নই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে মনে করি ইলিশ বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ। ইলিশ একেবারে প্রান্ত থেকে নগর পর্যন্ত সকলে খাওয়ার সুযোগ পাওয়া উচিত। রপ্তানি হলে বিশাল কোনো অর্থনৈতিক অর্জন হওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নেই। বাণিজ্যিকভাবে এখন ব্যাপক আকারে ইলিশ রপ্তানি হলে দেশের মানুষের সুস্বাদু ইলিশ খাওয়ার সুযোগটা অনিশ্চিত হতে পারে। সেজন্য ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানির পক্ষে নই। ইলিশের উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উৎপাদন যেটা হচ্ছে আরও পাঁচ বছর যদি এ ধারা অব্যাহত রাখা যায়, তাহলে স্বয়ংসম্পূর্ণতা আসবে। এখনো অনেক গ্রাম রয়েছে, প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে ইলিশ যায় না। আমি চাই ইলিশ তো সকল সিজনে আসে না, যে সিজনে আসবে দেশের সবাই যেন ইলিশের স্বাদ নিতে পারে। তারপর রপ্তানির কথা ভাবা সঠিক হবে।