রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকা থেকে ৯৩ লাখ টাকা মূল্যের ৮১ ভরি ওজনের সোনার বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুর পৌনে ১২টায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৬)। সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আবদুর রশিদের ছেলে। ডিবির সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই সালেকুর রহমান ও তাদের টিম সন্দিগ্ধ তিন ব্যক্তিকে হেঁটে যেতে দেখেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেলেও আসামি দেলোয়ারকে গ্রেফতার হয়। পরে তার কাছ থেকে একটি সোনার বার এবং তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয়।
জনপ্রিয় সংবাদ