ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যা বললো চীন

  • আপডেট সময় : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তির কথা আবারও নাকচ করে দিয়েছে বেইজিং। এজন্য বরং যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।
গত সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত জানুয়ারি মাসে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল সেটি উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। ওই রিপোর্টে বলা হয়েছিল, কোনও গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি।
মহামারি ছড়িয়ে পড়ার ব্যাপারে অন্য দেশকে দোষারোপ করার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন ওয়াং ওয়েনবিন। তিনি বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে আমেরিকার নিজেরই ভূমিকা রয়েছে এবং চীনকে দোষারোপ করে তারা নিজেকে সে দায় থেকে মুক্ত করতে পারবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রই প্রথম করোনাভাইরাসের গবেষণা শুরু করে এবং এক্ষেত্রে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে গড়ে তোলে। করোনাভাইরাসের ক্ষেত্রে তারা দুনিয়ার যেকোনও দেশের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় ও গবেষণা করেছে। ওয়েনবিন বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর থেকে জানা যায়, মার্কিন অধ্যাপক ব্যারিক ১৯৯০-এর দিকে কোভিড সংক্রান্ত গবেষণা শুরু করেন। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞরা কবে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি এবং ফোর্ট ডেইট্রিকে মার্কিন সামরিক বাহিনীর মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তদন্ত শুরু করবেন? সূত্র: পার্স টুডে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যা বললো চীন

আপডেট সময় : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তির কথা আবারও নাকচ করে দিয়েছে বেইজিং। এজন্য বরং যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।
গত সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত জানুয়ারি মাসে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল সেটি উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। ওই রিপোর্টে বলা হয়েছিল, কোনও গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি।
মহামারি ছড়িয়ে পড়ার ব্যাপারে অন্য দেশকে দোষারোপ করার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন ওয়াং ওয়েনবিন। তিনি বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে আমেরিকার নিজেরই ভূমিকা রয়েছে এবং চীনকে দোষারোপ করে তারা নিজেকে সে দায় থেকে মুক্ত করতে পারবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রই প্রথম করোনাভাইরাসের গবেষণা শুরু করে এবং এক্ষেত্রে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে গড়ে তোলে। করোনাভাইরাসের ক্ষেত্রে তারা দুনিয়ার যেকোনও দেশের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় ও গবেষণা করেছে। ওয়েনবিন বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর থেকে জানা যায়, মার্কিন অধ্যাপক ব্যারিক ১৯৯০-এর দিকে কোভিড সংক্রান্ত গবেষণা শুরু করেন। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞরা কবে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি এবং ফোর্ট ডেইট্রিকে মার্কিন সামরিক বাহিনীর মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তদন্ত শুরু করবেন? সূত্র: পার্স টুডে।