ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

শিশুকে সাপের কামড়, হাসপাতালে মৃত্যু

  • আপডেট সময় : ১২:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

যশোর সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় বিষধর সাপের কামড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজা খাতুন। শুক্রবার মধ্যরাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজা বিপুল।

নিহত প্রান্তি খাতুন ওই গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছোট মেয়ে। সে স্থানীয় এস এম গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, “রাত ১২টার দিকে প্রান্তি ঘরে খাটের কাছে বসা ছিল। এ সময় তার হাতে একটি সাপ কামড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে যান।” হাতের ক্ষতস্থানের ওপর বেঁধে রাতেই তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিলে সকালে মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান। চিকিৎসক মাহফুজা খাতুন বলেন, “সাপে কামড়ানো রোগীর চিকিৎসা আগে এখানে ছিল না। বর্তমানে দুটি রোগীর চিকিৎসা ব্যবস্থা আছে। তবে ওই শিশুটির অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।”

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শিশুকে সাপের কামড়, হাসপাতালে মৃত্যু

আপডেট সময় : ১২:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

যশোর সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় বিষধর সাপের কামড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজা খাতুন। শুক্রবার মধ্যরাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজা বিপুল।

নিহত প্রান্তি খাতুন ওই গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছোট মেয়ে। সে স্থানীয় এস এম গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, “রাত ১২টার দিকে প্রান্তি ঘরে খাটের কাছে বসা ছিল। এ সময় তার হাতে একটি সাপ কামড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে যান।” হাতের ক্ষতস্থানের ওপর বেঁধে রাতেই তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিলে সকালে মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান। চিকিৎসক মাহফুজা খাতুন বলেন, “সাপে কামড়ানো রোগীর চিকিৎসা আগে এখানে ছিল না। বর্তমানে দুটি রোগীর চিকিৎসা ব্যবস্থা আছে। তবে ওই শিশুটির অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।”