ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

জনশুমারি ও গৃহগণনা খাগড়াছড়িতে প্রতি বর্গ কিলোমিটারে ২৬০ জন

  • আপডেট সময় : ১২:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি জেলায় জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয় নতুন জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে বর্তমান জনসংখ্যা ৭ লাখ ১৪ হাজার ১১৯ জন। প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ২৬০ জন। গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিপোর্টটি প্রকাশ করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক রিয়াসাদ উদ্দিন বলেন, জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে পাহাড়িদের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৯০ জন এবং বাঙ্গালির সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭২৯ জন। জেলায় ৫০ দশমিক ০৭ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৯৩ শতাংশ নারী। এদিকে ২০১১ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা ছিল ৬ লাখ ১৪ হাজার।
এ সময় পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পরে জনশুমারি রিপোর্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
লক্ষ্মীপুরে পুরুষের চেয়ে এক লাখ বেশি নারী
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জনশুমারি ও গৃহগণনার প্রতিবেদন প্রকাশনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। সভায় জানানো হয়, জেলায় মোট জনসংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ হাজার। এরমধ্যে ৪৭.১২ শতাংশ পুরুষ ও ৫২.৮৮ শতাংশ নারী। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় ৬ শতাংশ বেশি। সংখ্যায় এক লাখ ১১ হাজার ৬৬৪ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ে সভাটি বাস্তবায়ন করা হয়েছে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ। সভায় উপস্থাপিত জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে জানা যায়, লক্ষ্মীপুরে জনসংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ জন। এরমধ্যে ৯ লাখ ১৩ হাজার ৯৯ জন পুরুষ। আর ১০ লাখ ২৪ হাজার ৭৬৩ জন নারী। তৃতীয় লিঙ্গের রয়েছেন ৮৬ জন। জেলায় পুরুষের চেয়ে এক লাখ ১১ হাজার ৬৬৪ জন নারী বেশি রয়েছেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনশুমারি ও গৃহগণনা খাগড়াছড়িতে প্রতি বর্গ কিলোমিটারে ২৬০ জন

আপডেট সময় : ১২:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি জেলায় জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয় নতুন জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে বর্তমান জনসংখ্যা ৭ লাখ ১৪ হাজার ১১৯ জন। প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ২৬০ জন। গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিপোর্টটি প্রকাশ করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক রিয়াসাদ উদ্দিন বলেন, জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে পাহাড়িদের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৯০ জন এবং বাঙ্গালির সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭২৯ জন। জেলায় ৫০ দশমিক ০৭ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৯৩ শতাংশ নারী। এদিকে ২০১১ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা ছিল ৬ লাখ ১৪ হাজার।
এ সময় পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পরে জনশুমারি রিপোর্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
লক্ষ্মীপুরে পুরুষের চেয়ে এক লাখ বেশি নারী
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জনশুমারি ও গৃহগণনার প্রতিবেদন প্রকাশনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। সভায় জানানো হয়, জেলায় মোট জনসংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ হাজার। এরমধ্যে ৪৭.১২ শতাংশ পুরুষ ও ৫২.৮৮ শতাংশ নারী। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় ৬ শতাংশ বেশি। সংখ্যায় এক লাখ ১১ হাজার ৬৬৪ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ে সভাটি বাস্তবায়ন করা হয়েছে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ। সভায় উপস্থাপিত জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে জানা যায়, লক্ষ্মীপুরে জনসংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ জন। এরমধ্যে ৯ লাখ ১৩ হাজার ৯৯ জন পুরুষ। আর ১০ লাখ ২৪ হাজার ৭৬৩ জন নারী। তৃতীয় লিঙ্গের রয়েছেন ৮৬ জন। জেলায় পুরুষের চেয়ে এক লাখ ১১ হাজার ৬৬৪ জন নারী বেশি রয়েছেন।