ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

কলাপাড়ায় উদ্ধার দুই রাসেলস ভাইপার

  • আপডেট সময় : ১২:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে একটি এবং ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামে একটি রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার (২৫ জুন) সকালে সাপ দুটি দেখে স্থানীয়রা ৩৩৩ নম্বরে কল দেন। পরে পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় সাপ দুটি উদ্ধার করে বনবিভাগ। খোঁজ নিয়ে জানা যায়, ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের আব্দুল বারেকের বাড়ির জালে আটকা পড়ে একটি রাসেল ভাইপার। ওই বাড়ির রুবিনা নামের এক নারী লাকড়ি আনতে গিয়ে দরজার সামনে জালে আটকা পড়া অবস্থায় সাপটি দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে সাপটি উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। একই বাড়ির বাসিন্দা মো. সবুজ বলেন, ‘বাড়ি থেকে রাস্তায় ওঠার পথে রাতের কোনো একসময় সাপটি আটকা পড়ে। সকালে আমার মা দেখতে পেয়ে আমাকে ডাক দেন। খবরটি ছড়িয়ে পড়লে লোকজন ভিড় করেন। পরে সংবাদ পেয়ে সাপটি উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।’ অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য আরিফুর রহমান শাওন বলেন, সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। সাপ দেখে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সর্পদংশনের শিকার হলে আশপাশের সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। সাপ ধরার রেসকিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীববৈচিত্র্যের জন্য অনেক উপকারী।’ বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাপ দুটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে সোমবার (২৪ জুন) সকালে ধুলাস্বার ইউনিয়নের বৌলতলী গ্রামে একটি রাসেলস ভাইপার জালে আটকে পড়লে স্থানীয়রা সেটি মেরে ফেলেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কলাপাড়ায় উদ্ধার দুই রাসেলস ভাইপার

আপডেট সময় : ১২:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে একটি এবং ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামে একটি রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার (২৫ জুন) সকালে সাপ দুটি দেখে স্থানীয়রা ৩৩৩ নম্বরে কল দেন। পরে পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় সাপ দুটি উদ্ধার করে বনবিভাগ। খোঁজ নিয়ে জানা যায়, ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের আব্দুল বারেকের বাড়ির জালে আটকা পড়ে একটি রাসেল ভাইপার। ওই বাড়ির রুবিনা নামের এক নারী লাকড়ি আনতে গিয়ে দরজার সামনে জালে আটকা পড়া অবস্থায় সাপটি দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে সাপটি উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। একই বাড়ির বাসিন্দা মো. সবুজ বলেন, ‘বাড়ি থেকে রাস্তায় ওঠার পথে রাতের কোনো একসময় সাপটি আটকা পড়ে। সকালে আমার মা দেখতে পেয়ে আমাকে ডাক দেন। খবরটি ছড়িয়ে পড়লে লোকজন ভিড় করেন। পরে সংবাদ পেয়ে সাপটি উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।’ অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য আরিফুর রহমান শাওন বলেন, সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। সাপ দেখে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সর্পদংশনের শিকার হলে আশপাশের সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। সাপ ধরার রেসকিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীববৈচিত্র্যের জন্য অনেক উপকারী।’ বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাপ দুটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে সোমবার (২৪ জুন) সকালে ধুলাস্বার ইউনিয়নের বৌলতলী গ্রামে একটি রাসেলস ভাইপার জালে আটকে পড়লে স্থানীয়রা সেটি মেরে ফেলেন।