ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

যতদিন বাংলায় চন্দ্র-সূর্য উদয়, তত দিন অমর শেখ হাসিনা: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় দলের সভাপতি শেখ হাসিনাকে ভূয়সী প্রশংসায় ভাসালেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, যতদিন চাঁদ-সূর্য উঠবে, তত দিন শেখ হাসিনার নাম থাকবে। দলের ৭৫ বছর পূর্তিতে গতকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভায় শেখ হাসিনাকে মঞ্চে রেখেই এসব কথা বলেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এই দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এই অর্জনের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দেশে দুইটা লিগ্যাসি সৃষ্টি হয়েছি, একটা লিগ্যাসি স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু। আরেকটি লিগ্যাসি আমাদের অর্থনৈতিক মুক্তির তিনি শেখ হাসিনা।
“যতদিন এই বাংলায় চন্দ্র-সূর্য উদয় হবে, পাখিরা গান গাইবে, নদীর কলতান থাকবে, ততদিন শেখ হাসিনা অমর হয়ে থাকবেন। তিনি হচ্ছেন পোয়েট অফ পলিটিশিয়ান।”
যারা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন, চেতনাকে ধারণ করেন, তাদের সবাইকে এক পতাকা তলে আসারও আহ্বান জানান কাদের। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সকলের কাছে আহ্বান জানাই, আমাদের ভুল ত্রুটি নেই সেটা আমি বলব না, এরপরেও শেখ হাসিনা আমাদের একমাত্র আস্থার ঠিকানা। আসুন বঙ্গবন্ধু কন্যাকে শক্তিশালী করে তুলি।” সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও নেতাকর্মীদের সতর্ক করে দেন আওয়ামী লীগ নেতা। বলেন, “শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পারে না। আজকে একটি দল অন্তর্জ্বালায় জ্বলছে, ওরা দিনের আলোতে ‘রাতের অন্ধকার’ দেখে। ওরা পূর্ণিমার আলোতে ‘অমাবস্যার অন্ধকার’ দেখে। ওরা উন্নয়ন দেখতে পায় না। “ওরা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রু। ২১ বছর এরা আমাদের দেশে স্বৈরশাসন করেছিল, ‘জয় বাংলা’কে ‘নির্বাসনে’ পাঠিয়েছিল। ১৫ আগস্ট ও ২১ আগস্টের যারা ‘মাস্টার মাইন্ড’ তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যতদিন বাংলায় চন্দ্র-সূর্য উদয়, তত দিন অমর শেখ হাসিনা: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় দলের সভাপতি শেখ হাসিনাকে ভূয়সী প্রশংসায় ভাসালেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, যতদিন চাঁদ-সূর্য উঠবে, তত দিন শেখ হাসিনার নাম থাকবে। দলের ৭৫ বছর পূর্তিতে গতকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভায় শেখ হাসিনাকে মঞ্চে রেখেই এসব কথা বলেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এই দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এই অর্জনের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দেশে দুইটা লিগ্যাসি সৃষ্টি হয়েছি, একটা লিগ্যাসি স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু। আরেকটি লিগ্যাসি আমাদের অর্থনৈতিক মুক্তির তিনি শেখ হাসিনা।
“যতদিন এই বাংলায় চন্দ্র-সূর্য উদয় হবে, পাখিরা গান গাইবে, নদীর কলতান থাকবে, ততদিন শেখ হাসিনা অমর হয়ে থাকবেন। তিনি হচ্ছেন পোয়েট অফ পলিটিশিয়ান।”
যারা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন, চেতনাকে ধারণ করেন, তাদের সবাইকে এক পতাকা তলে আসারও আহ্বান জানান কাদের। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সকলের কাছে আহ্বান জানাই, আমাদের ভুল ত্রুটি নেই সেটা আমি বলব না, এরপরেও শেখ হাসিনা আমাদের একমাত্র আস্থার ঠিকানা। আসুন বঙ্গবন্ধু কন্যাকে শক্তিশালী করে তুলি।” সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও নেতাকর্মীদের সতর্ক করে দেন আওয়ামী লীগ নেতা। বলেন, “শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পারে না। আজকে একটি দল অন্তর্জ্বালায় জ্বলছে, ওরা দিনের আলোতে ‘রাতের অন্ধকার’ দেখে। ওরা পূর্ণিমার আলোতে ‘অমাবস্যার অন্ধকার’ দেখে। ওরা উন্নয়ন দেখতে পায় না। “ওরা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রু। ২১ বছর এরা আমাদের দেশে স্বৈরশাসন করেছিল, ‘জয় বাংলা’কে ‘নির্বাসনে’ পাঠিয়েছিল। ১৫ আগস্ট ও ২১ আগস্টের যারা ‘মাস্টার মাইন্ড’ তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”