ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

গ্রিসে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল

  • আপডেট সময় : ১১:২৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের ইভিয়া দ্বীপের দক্ষিণাংশে গতকাল সোমবার ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে অনেক দমকল কর্মী কাজ করছে। তাদের কাজে সহায়তা করতে বিমানের সাহায্যে আকাশ থেকে পানি ফেলা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে দাবানলে ব্যাপক ক্ষতির দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে এ দাবানল ছড়িয়ে পড়ল।
এথেন্স নিউজ এজেন্সি উল্লেখ করেছে, ফিগিয়া গ্রামের কাছে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সেখানের পার্শ্ববর্তী দুটি এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানল ক্রমেই উপকূলীয় পর্যটন গ্রাম মরমারির দিকে ধেয়ে আসছে। ফলে সেখানের কর্তৃপক্ষ প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নিতে নৌযান প্রস্তুত রেখেছে।
গ্রীক ফায়ার ব্রিগেড জানিয়েছে, দমকল বাহিনীর ২০টি গাড়ি, আকাশ থেকে পানি ফেলার তিনটি বিমান ও দুটি হেলিকপ্টারের সাহায্যে ৪৬ দমকল কর্মী আগুন নিয়স্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছে।
কর্তৃপক্ষ মরমারি উপকূলে নৌকা প্রস্তুত রেখেছে। ইভিয়া রাজধানী এথেন্সের উত্তরপূর্বে অবস্থিত। সোমবার গ্রিসের অনেক এলাকার জন্য দাবানল ‘অতি উচ্চ ঝুঁকিপূর্ণ’ হতে পারে বলে রবিবার ঘোষণা দেয় দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শেষের দুই গোলে সিটির মাঠে রিয়াল মাদ্রিদের নাটকীয় জয়

গ্রিসে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল

আপডেট সময় : ১১:২৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের ইভিয়া দ্বীপের দক্ষিণাংশে গতকাল সোমবার ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে অনেক দমকল কর্মী কাজ করছে। তাদের কাজে সহায়তা করতে বিমানের সাহায্যে আকাশ থেকে পানি ফেলা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে দাবানলে ব্যাপক ক্ষতির দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে এ দাবানল ছড়িয়ে পড়ল।
এথেন্স নিউজ এজেন্সি উল্লেখ করেছে, ফিগিয়া গ্রামের কাছে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সেখানের পার্শ্ববর্তী দুটি এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানল ক্রমেই উপকূলীয় পর্যটন গ্রাম মরমারির দিকে ধেয়ে আসছে। ফলে সেখানের কর্তৃপক্ষ প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নিতে নৌযান প্রস্তুত রেখেছে।
গ্রীক ফায়ার ব্রিগেড জানিয়েছে, দমকল বাহিনীর ২০টি গাড়ি, আকাশ থেকে পানি ফেলার তিনটি বিমান ও দুটি হেলিকপ্টারের সাহায্যে ৪৬ দমকল কর্মী আগুন নিয়স্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছে।
কর্তৃপক্ষ মরমারি উপকূলে নৌকা প্রস্তুত রেখেছে। ইভিয়া রাজধানী এথেন্সের উত্তরপূর্বে অবস্থিত। সোমবার গ্রিসের অনেক এলাকার জন্য দাবানল ‘অতি উচ্চ ঝুঁকিপূর্ণ’ হতে পারে বলে রবিবার ঘোষণা দেয় দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ।