ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিয়ামের যে কার্যক্রমে অবাক হয়েছেন দীঘি

  • আপডেট সময় : ১২:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমা ‘জংলি’-তে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে শবনব বুবলীকে। একই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘিকেও। এ তথ্য জানিয়েছেন সিনেমার পরিচালক এম রাহিম। তিনি জানান, সিয়ামের চরিত্রের একটি অংশের নায়িকা হিসেবে দেখা যাবে দীঘিকে। ইতোমধ্যে ঢাকার একটি লোকেশনে ‘জংলি’ সিনেমার শুটিংও শুরু করে দিয়েছেন দীঘি। সেই তথ্য নিশ্চিত করতে অভিনেতা সিয়ামের ভূয়সী প্রশংসা করলেন দীঘি। আর সিয়ামের একটি বিষয়ে অবাকও হয়েছেন তিনি। এ অভিনেত্রী বললেন, ‘সিয়াম ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুটিংয়ে শট দেওয়ার সময় অভিনেতা-অভিনেত্রীরা নিজেরটা নিয়ে ভাবে। কিন্তু সিয়াম ভাইয়ের বেলায় অন্য চিত্র দেখলাম। দৃশ্য করার সময় দেখলাম, তিনি শুধু নিজেকে নিয়েই ভাবেন না, নিজের পাশাপাশি পুরো দৃশ্যের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই তার মাথায় থাকে। যাতে দৃশ্যটি উপযুক্তভাবে ধারণ করা হয়। সত্যিই তার এমন কার্যক্রমে আমি অবাক হয়েছি। একদিন তার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখেছি। ’ সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এ নায়িকা বলেন, আমার অংশের শুটিং আরও তিন দিন হবে। ‘জংলি’সিনেমায় সিয়াম, বুবলী ও দীঘি ছাড়ও আরও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিয়ামের যে কার্যক্রমে অবাক হয়েছেন দীঘি

আপডেট সময় : ১২:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমা ‘জংলি’-তে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে শবনব বুবলীকে। একই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘিকেও। এ তথ্য জানিয়েছেন সিনেমার পরিচালক এম রাহিম। তিনি জানান, সিয়ামের চরিত্রের একটি অংশের নায়িকা হিসেবে দেখা যাবে দীঘিকে। ইতোমধ্যে ঢাকার একটি লোকেশনে ‘জংলি’ সিনেমার শুটিংও শুরু করে দিয়েছেন দীঘি। সেই তথ্য নিশ্চিত করতে অভিনেতা সিয়ামের ভূয়সী প্রশংসা করলেন দীঘি। আর সিয়ামের একটি বিষয়ে অবাকও হয়েছেন তিনি। এ অভিনেত্রী বললেন, ‘সিয়াম ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুটিংয়ে শট দেওয়ার সময় অভিনেতা-অভিনেত্রীরা নিজেরটা নিয়ে ভাবে। কিন্তু সিয়াম ভাইয়ের বেলায় অন্য চিত্র দেখলাম। দৃশ্য করার সময় দেখলাম, তিনি শুধু নিজেকে নিয়েই ভাবেন না, নিজের পাশাপাশি পুরো দৃশ্যের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই তার মাথায় থাকে। যাতে দৃশ্যটি উপযুক্তভাবে ধারণ করা হয়। সত্যিই তার এমন কার্যক্রমে আমি অবাক হয়েছি। একদিন তার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখেছি। ’ সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এ নায়িকা বলেন, আমার অংশের শুটিং আরও তিন দিন হবে। ‘জংলি’সিনেমায় সিয়াম, বুবলী ও দীঘি ছাড়ও আরও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।