কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ১০ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু। বঙ্গোপসাগরে ঢেউয়ের সাথে তীরে ভেসে আসে ডলফিনটি। এটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। দেখে মনে হচ্ছে দুই-তিন দিন আগে মারা গেছে। গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে জালে আটকে ওর মৃত্যু হয়েছে।’ ডলফিন রক্ষা কমিটির রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।’