ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

এশিয়া সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

  • আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গতকাল রোববার তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন। এদিন তিনি সিঙ্গাপুরে পৌঁছেছেন। সিঙ্গাপুরে তিন দিনের সফর শেষে তিনি দুই দিনের সফরে ভিয়েতনামে যাবেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে, এই সফরে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কথা তুলে ধরবেন।
এছাড়া আরেকটি দিক থেকে কমলা হ্যারিসের এই সফর গুরুত্বপূর্ণ। তালেবানদের ক্ষমতা গ্রহণ এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃংঙ্খল প্রত্যাহারের পর তিনি এই সফরে এ অঞ্চলে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা তুলে ধরবেন। এই সফরে কমলা হ্যারিস সিঙ্গাপুর ও ভিয়েতনামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত জানতে চাইবেন। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট তাঁর এই সফরে পরিষ্কার করবেন যে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্থায়ী অঙ্গীকার আছে।’

কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর নিয়ে সমালোচনা হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, কাবুল বিমানবন্দর থেকে যখন মার্কিনী, অন্যান্য বিদেশি এবং তাদের আফগান মিত্রদের সরিয়ে নিতে মার্কিন বাহিনীর নাকাল অবস্থা তখন কমিউনিস্ট দেশটি সফরের মাধ্যমে জনমত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সংকটকে ১৯৭৫ সালে সায়গনে যুক্তরাষ্ট্রের ‘পরাজয়ের’ সঙ্গে তুলনা করা হচ্ছে। এ সময় ভিয়েতনাম বাহিনীর অগ্রযাত্রার মুখে মার্কিন কূটনীতিকদের হেলিকপ্টারে করে সায়গন থেকে সরিয়ে আনা হয়। কমলা হ্যারিস মঙ্গলবার দিনের শেষদিকে ভিয়েতনামে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রের কোনো ভাইস প্রেসিডেন্টের এটিই প্রথম ভিয়েতনাম সফর। বাইডেন প্রশাসনের অধীনে কমলা হ্যারিসই প্রথম শীর্ষ পর্যায়ের নেতা হিসাবে এই অঞ্চল সফর করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

এশিয়া সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গতকাল রোববার তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন। এদিন তিনি সিঙ্গাপুরে পৌঁছেছেন। সিঙ্গাপুরে তিন দিনের সফর শেষে তিনি দুই দিনের সফরে ভিয়েতনামে যাবেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে, এই সফরে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কথা তুলে ধরবেন।
এছাড়া আরেকটি দিক থেকে কমলা হ্যারিসের এই সফর গুরুত্বপূর্ণ। তালেবানদের ক্ষমতা গ্রহণ এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃংঙ্খল প্রত্যাহারের পর তিনি এই সফরে এ অঞ্চলে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা তুলে ধরবেন। এই সফরে কমলা হ্যারিস সিঙ্গাপুর ও ভিয়েতনামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত জানতে চাইবেন। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট তাঁর এই সফরে পরিষ্কার করবেন যে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্থায়ী অঙ্গীকার আছে।’

কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর নিয়ে সমালোচনা হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, কাবুল বিমানবন্দর থেকে যখন মার্কিনী, অন্যান্য বিদেশি এবং তাদের আফগান মিত্রদের সরিয়ে নিতে মার্কিন বাহিনীর নাকাল অবস্থা তখন কমিউনিস্ট দেশটি সফরের মাধ্যমে জনমত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সংকটকে ১৯৭৫ সালে সায়গনে যুক্তরাষ্ট্রের ‘পরাজয়ের’ সঙ্গে তুলনা করা হচ্ছে। এ সময় ভিয়েতনাম বাহিনীর অগ্রযাত্রার মুখে মার্কিন কূটনীতিকদের হেলিকপ্টারে করে সায়গন থেকে সরিয়ে আনা হয়। কমলা হ্যারিস মঙ্গলবার দিনের শেষদিকে ভিয়েতনামে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রের কোনো ভাইস প্রেসিডেন্টের এটিই প্রথম ভিয়েতনাম সফর। বাইডেন প্রশাসনের অধীনে কমলা হ্যারিসই প্রথম শীর্ষ পর্যায়ের নেতা হিসাবে এই অঞ্চল সফর করছেন।