বরিশাল সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ে এক শিক্ষার্থী। পরে আরও ১১ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীদের প্রথমে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার, সুহারা আক্তার সুপ্তি, তাসিন খন্দকারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক বিমল চন্দ্র ঘরামী জানান, সকালে প্রতিটা ক্লাসে জাতীয় সংগীত শুরু হয়। এসময় নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে লাইব্রেরিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে একে একে আরও ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে অষ্টম শ্রেণির চারজন ও নবম শ্রেণির সাতজন। এ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়েছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, ছাত্রীরা গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে। এতে তাদের কিছুটা শ্বাসকষ্ট দেখা দেয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।