ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জীবনের সীমানা পেরিয়ে গেলেন অভিনেত্রী সীমানা

  • আপডেট সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: যন্ত্রের সহায়তায় বেঁচে থাকার লড়াই সাঙ্গ হল, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় লাইফ সাপোর্ট খুলে নিয়ে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেত্রীর ভাই এজাজ বিন আলী গ্লিটজকে বলেন, “আপুকে নিয়ে আমরা শেরপুরের নকলায় আমাদের গ্রামের বাড়ি যাব, সেখানে আমাদের পারিবারিক কবরস্থানেই দাফন হবে।” গত ২১ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল সীমানাকে। তার লিভারেও কিছু সমস্যা ছিল। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছিল সীমানাকে। কিন্তু জ্ঞান না ফেরায় গত ২৯ মে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়; নেওয়া হয় লাইফ সাপোর্টে। এক সপ্তাহের মাথায় চিকিৎসকদের সব চেষ্টার অবসান হল।
তিন ও সাত বছরের দুই সন্তান রেখে গেছেন অভিনেত্রী সীমানা। তার ভাই এজাজ বলেন, “পারিবারিক কিছু চাপ ছিল, সেগুলো নিয়েই স্ট্রোক করেছে। কিন্তু খুব একটা বড় কোনো কারণ নেই।” ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। পরে নাটকেও অভিনয় শুরু করেন। ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। বিরতি কাটিয়ে ২০২৩ সালে ফিরেছিলেন। এখন চলে গেলেন না ফেরার দেশে। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম গ্লিটজকে জানান, সীমানার মরদেহ দুপুর ১২টায় চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জীবনের সীমানা পেরিয়ে গেলেন অভিনেত্রী সীমানা

আপডেট সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

বিনোদন প্রতিবেদক: যন্ত্রের সহায়তায় বেঁচে থাকার লড়াই সাঙ্গ হল, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় লাইফ সাপোর্ট খুলে নিয়ে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেত্রীর ভাই এজাজ বিন আলী গ্লিটজকে বলেন, “আপুকে নিয়ে আমরা শেরপুরের নকলায় আমাদের গ্রামের বাড়ি যাব, সেখানে আমাদের পারিবারিক কবরস্থানেই দাফন হবে।” গত ২১ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল সীমানাকে। তার লিভারেও কিছু সমস্যা ছিল। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছিল সীমানাকে। কিন্তু জ্ঞান না ফেরায় গত ২৯ মে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়; নেওয়া হয় লাইফ সাপোর্টে। এক সপ্তাহের মাথায় চিকিৎসকদের সব চেষ্টার অবসান হল।
তিন ও সাত বছরের দুই সন্তান রেখে গেছেন অভিনেত্রী সীমানা। তার ভাই এজাজ বলেন, “পারিবারিক কিছু চাপ ছিল, সেগুলো নিয়েই স্ট্রোক করেছে। কিন্তু খুব একটা বড় কোনো কারণ নেই।” ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। পরে নাটকেও অভিনয় শুরু করেন। ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। বিরতি কাটিয়ে ২০২৩ সালে ফিরেছিলেন। এখন চলে গেলেন না ফেরার দেশে। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম গ্লিটজকে জানান, সীমানার মরদেহ দুপুর ১২টায় চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে।