ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : ১২:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে দিনদুপুরে প্রকাশ্যে মুহিদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন ওই ব্যবসায়ী। সোমবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জেলখানা মোড়ে হামিদ খান মার্কেটের মেসার্স মোল্লা ট্রেডার্সে এ ঘটনা ঘটে। গুলি করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যবসায়ী মুহিদ মোল্লা নরসিংদীর বিলাসদী এলাকার ওয়াহাব মোল্লার ছেলে। মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা জানান, চিনিশপুর ইউনিয়নের কামাল ভূঁইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। সোমবার বিকেলে ব্যবসাপ্রতিষ্ঠানে এসে তাকে লক্ষ্য করে একের পর এক তিন রাউন্ড গুলি চালান। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য বেঁচে যান। ২ মিনিট ১৬ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোল্লা ট্রেডার্স নামের একটি স্টিলের দোকানের সামনে লাল টি-শার্ট পরিহিত দুই যুবকসহ কিছু মানুষের জটলা। দোকানের ভেতরেও কিছুসংখ্যক মানুষ। এর মধ্যে দোকান বরাবর সামনে গিয়ে দফায় দফায় লাল গেঞ্জি পরিহিত উত্তেজিত এক যুবক দোকান লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এসময় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এদের মধ্যে একজনকে ওই যুবককে ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে দেখা যায়। ব্যবসা প্রতিষ্ঠানটির ম্যানেজার সাখাওয়াত হোসেন রাজু বলেন, ‘আমরা দোকানে ব্যবসা করছিলাম। এসময় রবিউল প্রকাশ্যে দোকানে এসে তিন রাউন্ড গুলি ছোড়ে। অল্পের জন্য মুহিদ বেঁচে যায়। আমরা সবাই আতঙ্কে আছি।’ এ ঘটনায় রাতেই মুহিদ মোল্লা বাদী হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১২:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে দিনদুপুরে প্রকাশ্যে মুহিদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন ওই ব্যবসায়ী। সোমবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জেলখানা মোড়ে হামিদ খান মার্কেটের মেসার্স মোল্লা ট্রেডার্সে এ ঘটনা ঘটে। গুলি করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যবসায়ী মুহিদ মোল্লা নরসিংদীর বিলাসদী এলাকার ওয়াহাব মোল্লার ছেলে। মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা জানান, চিনিশপুর ইউনিয়নের কামাল ভূঁইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। সোমবার বিকেলে ব্যবসাপ্রতিষ্ঠানে এসে তাকে লক্ষ্য করে একের পর এক তিন রাউন্ড গুলি চালান। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য বেঁচে যান। ২ মিনিট ১৬ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোল্লা ট্রেডার্স নামের একটি স্টিলের দোকানের সামনে লাল টি-শার্ট পরিহিত দুই যুবকসহ কিছু মানুষের জটলা। দোকানের ভেতরেও কিছুসংখ্যক মানুষ। এর মধ্যে দোকান বরাবর সামনে গিয়ে দফায় দফায় লাল গেঞ্জি পরিহিত উত্তেজিত এক যুবক দোকান লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এসময় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এদের মধ্যে একজনকে ওই যুবককে ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে দেখা যায়। ব্যবসা প্রতিষ্ঠানটির ম্যানেজার সাখাওয়াত হোসেন রাজু বলেন, ‘আমরা দোকানে ব্যবসা করছিলাম। এসময় রবিউল প্রকাশ্যে দোকানে এসে তিন রাউন্ড গুলি ছোড়ে। অল্পের জন্য মুহিদ বেঁচে যায়। আমরা সবাই আতঙ্কে আছি।’ এ ঘটনায় রাতেই মুহিদ মোল্লা বাদী হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।