সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের সদর উপজেলায় হাওরের পানিতে ডুবে ওয়ালিমা (৪) ও আরিফ (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলা জগন্নাথপুর গ্রামে আসা হাওরের নতুন পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। নিহতরা সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ আব্দুল মন্দানের সন্তান। বিকালে শিশুদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় দুই ভাই বোন এক সঙ্গে খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে তলিয়ে যায়। ঘণ্টা খানেক পর শিশুদের দেখতে না পেয়ে মা চিৎকার দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদের খুঁজতে শুরু করে। পরে হাওর থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।