ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য

  • আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কৃষককে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে মকলেছ আলী নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
গতকাল রোববার উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সকালে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের ১১টি গরু ৫ নম্বর ওয়ার্ড সদস্যের (মেম্বার) জমিতে প্রবেশ করে। এ সময় তারা গরুগুলো বেঁধে রাখলে শাহাদত ও বেলায়েত সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে মকলেছ আলী কৃষক বেলায়েতকে গাছের সঙ্গে বেঁধে রাখে ও অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে স্থানীয়দের অনুরোধে তাদের ছেড়ে দেন ওই ইউপি সদস্য। এ বিষয়ে অভিযুক্ত ইটালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমির ফসল নষ্ট করায় তাদের ধরা হয়েছিল। লাঠি দিয়ে দুয়েকটি আঘাত দেয়ার কথা স্বীকার করেছেন তিনি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য

আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কৃষককে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে মকলেছ আলী নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
গতকাল রোববার উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সকালে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের ১১টি গরু ৫ নম্বর ওয়ার্ড সদস্যের (মেম্বার) জমিতে প্রবেশ করে। এ সময় তারা গরুগুলো বেঁধে রাখলে শাহাদত ও বেলায়েত সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে মকলেছ আলী কৃষক বেলায়েতকে গাছের সঙ্গে বেঁধে রাখে ও অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে স্থানীয়দের অনুরোধে তাদের ছেড়ে দেন ওই ইউপি সদস্য। এ বিষয়ে অভিযুক্ত ইটালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমির ফসল নষ্ট করায় তাদের ধরা হয়েছিল। লাঠি দিয়ে দুয়েকটি আঘাত দেয়ার কথা স্বীকার করেছেন তিনি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।