নিজস্ব প্রতিবেদক : সরকার হটাতে জনগণকে সঙ্গে নিয়ে অভ্যুত্থান করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। এ সরকার একটি পুতুল সরকার। ইতিমধ্যে তারা একটি তাঁবেদারি সরকারে পরিণত হয়েছে। তারা মুখে যা–ই বলে, তা–ই সংবিধান।’ আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।