আন্তর্জাতিক ডেস্ক : আফগান তালেবানের পাকিস্তানি সমর্থকরা ইসলামাবাদের একটি বালিকা মাদ্রাসায় গোষ্ঠীটির পতাকা উত্তোলন করেছেন। দেশটির সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে জানা গেছে, জামিয়া হাফসা মাদ্রাসায় তালেবানের তথাকথিত আফগানিস্তান ইসলামি আমিরাতের চার থেকে পাঁচটি পতাকা পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, নামাজের পর পতাকাগুলো মাদ্রাসায় উত্তোলিত অবস্থায় দেখা যায়। কিন্তু তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলা হয়।
এক পুলিশ কর্মকর্তা বলেন, জোহরের নামাজের পতাকাগুলো দেখা যায়। দ্রুতই রাজধানী কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ হামজা শাফকাত টুইটারে জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পতাকাগুলো নামিয়ে ফেলা হয়েছে। সিনিয়র কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে, পাকিস্তানের কোনও পতাকা উত্তোলন করা অপরাধ না। কিন্তু কিছু পতাকা নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে। কর্তৃপক্ষ পরে জানিয়েছে, পতাকা উত্তোলনে মাদ্রাসার কয়েকজন ছাত্র জড়িত ছিল।
পাকিস্তানের মাদ্রাসায় উড়লো তালেবান পতাকা, পুলিশ বলছে অপরাধ না
জনপ্রিয় সংবাদ