ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

তালেবানের সমর্থনে পোস্ট, আসামে গ্রেফতার ১৪

  • আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের আফগানিস্তান দখলের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ভারতের আসামে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ইউএপিএ, সাইবার ক্রাইম এবং ভারতীয় ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কামরূপ মেট্রোপলিটন, বারপেটা, ধুবরি, করিমগঞ্জ, দারাং, কাছার, হাইলাকান্দি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া এবং হাজোই এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।
তালিবানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। আসাম পুলিশের ডিজি ভায়োলেট বড়ুয়া বলেছেন, অনলাইনে তালেবানের সমর্থনে মন্তব্য ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জজনক। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করা হচ্ছে। অন্যরাও সচেতন থাকুন। এই ধরনের মন্তব্য দেখলে পুলিশে খবর দিন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শাহবাগে একই মঞ্চে ৩০ রাজনৈতিক দলের নেতারা

তালেবানের সমর্থনে পোস্ট, আসামে গ্রেফতার ১৪

আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের আফগানিস্তান দখলের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ভারতের আসামে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ইউএপিএ, সাইবার ক্রাইম এবং ভারতীয় ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কামরূপ মেট্রোপলিটন, বারপেটা, ধুবরি, করিমগঞ্জ, দারাং, কাছার, হাইলাকান্দি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া এবং হাজোই এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।
তালিবানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। আসাম পুলিশের ডিজি ভায়োলেট বড়ুয়া বলেছেন, অনলাইনে তালেবানের সমর্থনে মন্তব্য ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জজনক। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করা হচ্ছে। অন্যরাও সচেতন থাকুন। এই ধরনের মন্তব্য দেখলে পুলিশে খবর দিন।