ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

মেসিকে নিয়ে এক কথা বারবার বলতে ভালো লাগে না : কোম্যান

  • আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : লা লিগার নতুন মৌসুমে আতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। এরপর বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর বার্সেলোনাকে ভয় পাচ্ছে না প্রতিপক্ষ। মেসি চলে গেলে বার্সাকে ভুগতে হবে এটা সবাই জানত। কোম্যানের কথায় সেই সত্যটা যেন আরও একবার সামনে এলো। ম্যাচ শেষে কোম্যান বলেন, ‘আমার এক কথা বার বার বলতে ভাল লাগে না। কিন্তু বলতে হচ্ছে। কারণ আমরা বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে কথা বলছি। মেসি মাঠে থাকলে প্রতিপক্ষ অনেক বেশি ভয় পেত। মেসিকে যখন পাস দেওয়া হত, সহজে তার পা থেকে বল যেত না। সে যে মাঠে নেই সেটা বুঝতে পারছি। কিন্তু আমাদের কিছু করার নেই। খেলার শুরুতে একাধিক কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। আমাদের উপর চাপ সৃষ্টি করছিল বিলবাও।’ মেসির পায়ে বল মানে বিপদের আশঙ্কা। তাকে আটকাতে প্রতিপক্ষের একাধিক ফুটবলারের এগিয়ে যাওয়া। সেখান থেকে জায়গা বের করে মেসির গোল করার দৃশ্যটাই এতদিন পরিচিত ছিল বার্সার সমর্থকদের কাছে। কিন্তু সে সব এখন অতীত। মেসিকে ছাড়া প্রথম ম্যাচে ৪-২ গোলে জিতেছিল বার্সেলোনা। কিন্তু আতলেটিক বিলবাওয়ের প্রতিপক্ষে সেই দাপট দেখা যায়নি। দল যেমন খেলেছে তাতে ড্র হওয়ায় অবাক নন কোম্যান। খেলোয়াড়দের প্রতি তার কোনো অভিযোগও নেই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মেসিকে নিয়ে এক কথা বারবার বলতে ভালো লাগে না : কোম্যান

আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : লা লিগার নতুন মৌসুমে আতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। এরপর বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর বার্সেলোনাকে ভয় পাচ্ছে না প্রতিপক্ষ। মেসি চলে গেলে বার্সাকে ভুগতে হবে এটা সবাই জানত। কোম্যানের কথায় সেই সত্যটা যেন আরও একবার সামনে এলো। ম্যাচ শেষে কোম্যান বলেন, ‘আমার এক কথা বার বার বলতে ভাল লাগে না। কিন্তু বলতে হচ্ছে। কারণ আমরা বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে কথা বলছি। মেসি মাঠে থাকলে প্রতিপক্ষ অনেক বেশি ভয় পেত। মেসিকে যখন পাস দেওয়া হত, সহজে তার পা থেকে বল যেত না। সে যে মাঠে নেই সেটা বুঝতে পারছি। কিন্তু আমাদের কিছু করার নেই। খেলার শুরুতে একাধিক কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। আমাদের উপর চাপ সৃষ্টি করছিল বিলবাও।’ মেসির পায়ে বল মানে বিপদের আশঙ্কা। তাকে আটকাতে প্রতিপক্ষের একাধিক ফুটবলারের এগিয়ে যাওয়া। সেখান থেকে জায়গা বের করে মেসির গোল করার দৃশ্যটাই এতদিন পরিচিত ছিল বার্সার সমর্থকদের কাছে। কিন্তু সে সব এখন অতীত। মেসিকে ছাড়া প্রথম ম্যাচে ৪-২ গোলে জিতেছিল বার্সেলোনা। কিন্তু আতলেটিক বিলবাওয়ের প্রতিপক্ষে সেই দাপট দেখা যায়নি। দল যেমন খেলেছে তাতে ড্র হওয়ায় অবাক নন কোম্যান। খেলোয়াড়দের প্রতি তার কোনো অভিযোগও নেই।