সাভার সংবাদদাতা : ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৪। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার ডিইপিজেড ও বুধবার (২৯ মে) ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- গাজীপুর জেলার মো. ইলিয়াছ হোসেন ইমরান (৩৮), কুষ্টিয়া জেলার মো. সুন্নত আলী (৩৯), মো. গাজীপুর জেলার রাব্বি হাসান রাতুল (২০) ও ঢাকা জেলার মো. তানভির হোসেন সিফাত (২৮)। বৃহষ্পতিবার ২৯৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে এবং বুধবার পল্লি বিদ্যুতের ডেন্ডাবর এলাকায় ৬ হাজার ৯৯০ পিস ট্যাপেন্টাডলসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই পেশাদার মাদক কারবারি।
জনপ্রিয় সংবাদ