ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করল ব্র্যাক ইউনিভার্সিটি

  • আপডেট সময় : ১০:২০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। সোমবার মেরুল বাড্ডায় ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য সৈয়দ মাহফুজুল অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি জীবনমুখী বিভিন্ন দক্ষতা বাড়ানো, ক্রিটিক্যাল থিংকিং করা এবং বলিষ্ঠ চরিত্র গঠনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সৈয়দ মাহফুজুল বলেন, “আমাদের গঠনমূলক হতে হবে, পরিবার এবং সমাজ থেকে প্রতিনিয়ত যে সকল সুবিধা ভোগ করছি, সেগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, আমাদের অর্জিত জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।” অ্যাকাডেমিকসহ বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শেষে কনসার্ট আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব ট্রাস্ট্রিজের সাধারণ সম্পাদক রিজওয়ান বিন ফারুক, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন আরশাদ মাহমুদ চৌধুরী, প্রক্টর রুবানা আহমেদ। স্টুডেন্ট লাইফের যুগ্ম পরিচালক তাহসিনা রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করল ব্র্যাক ইউনিভার্সিটি

আপডেট সময় : ১০:২০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। সোমবার মেরুল বাড্ডায় ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য সৈয়দ মাহফুজুল অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি জীবনমুখী বিভিন্ন দক্ষতা বাড়ানো, ক্রিটিক্যাল থিংকিং করা এবং বলিষ্ঠ চরিত্র গঠনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সৈয়দ মাহফুজুল বলেন, “আমাদের গঠনমূলক হতে হবে, পরিবার এবং সমাজ থেকে প্রতিনিয়ত যে সকল সুবিধা ভোগ করছি, সেগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, আমাদের অর্জিত জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।” অ্যাকাডেমিকসহ বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শেষে কনসার্ট আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব ট্রাস্ট্রিজের সাধারণ সম্পাদক রিজওয়ান বিন ফারুক, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন আরশাদ মাহমুদ চৌধুরী, প্রক্টর রুবানা আহমেদ। স্টুডেন্ট লাইফের যুগ্ম পরিচালক তাহসিনা রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।