ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

নতুন ভূমিকায় বিপাশা, কলম ধরছেন অভিনেত্রী

  • আপডেট সময় : ০১:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অভিনেত্রী হিসেবে সফল বিপাশা বসু। যদিও অভিনয়ে নিয়মিত না তিনি। বছর দুয়েক আগে মা হয়েছেন বিপাশা। তার পর থেকে মেয়ে দেবীকে নিয়েই কাটে তার ব্যস্ত সময়। তবে এবারে নিজেকে নতুনভাবে চেনাতে চাইছেন তিনি। না, অভিনয়ে নয়; এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন বিপাশা। অভিনেত্রী জানিয়েছেন, একটি বই লিখবেন তিনি। গল্প বা উপন্যাস নয়, বইটি হবে তার স্মৃতিকথা। এমন সব স্মৃতি যে ঘটনাগুলো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই স্মৃতিগুলোই পাতায় জমা করতে কলম ধরবেন বিপাসা। পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তা পাঠাকের কাছে পৌঁছে দেবেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি জীবনে প্রচুর উত্থান-পতন দেখেছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। বইয়ের কী নাম দেবেন এখনও ভাবছেন বিপাশা। তবে বইটি আগামী বছর প্রকাশিত হবে নিশ্চিত করেছেন তিনি। এমন খবরে মুখিয়ে আছেন বিপাশার ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর জীবন থেকে নেওয়া স্মৃতিগুচ্ছ জানতে চান তারা।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন ভূমিকায় বিপাশা, কলম ধরছেন অভিনেত্রী

আপডেট সময় : ০১:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

বিনোদন ডেস্ক: অভিনেত্রী হিসেবে সফল বিপাশা বসু। যদিও অভিনয়ে নিয়মিত না তিনি। বছর দুয়েক আগে মা হয়েছেন বিপাশা। তার পর থেকে মেয়ে দেবীকে নিয়েই কাটে তার ব্যস্ত সময়। তবে এবারে নিজেকে নতুনভাবে চেনাতে চাইছেন তিনি। না, অভিনয়ে নয়; এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন বিপাশা। অভিনেত্রী জানিয়েছেন, একটি বই লিখবেন তিনি। গল্প বা উপন্যাস নয়, বইটি হবে তার স্মৃতিকথা। এমন সব স্মৃতি যে ঘটনাগুলো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই স্মৃতিগুলোই পাতায় জমা করতে কলম ধরবেন বিপাসা। পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তা পাঠাকের কাছে পৌঁছে দেবেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি জীবনে প্রচুর উত্থান-পতন দেখেছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। বইয়ের কী নাম দেবেন এখনও ভাবছেন বিপাশা। তবে বইটি আগামী বছর প্রকাশিত হবে নিশ্চিত করেছেন তিনি। এমন খবরে মুখিয়ে আছেন বিপাশার ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর জীবন থেকে নেওয়া স্মৃতিগুচ্ছ জানতে চান তারা।