দিনাজপুর সংবাদদাতা :দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে চার দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (২২ মে) ওই হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারররা হলেন- দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের বিশ্বনাথপুরের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে শিবলু হোসেন (২৫), শহরের খেড়পট্টি এলাকার লতিফের ছেলে নূরনবী (২৫), হাউজিং মোড় এলাকার বাসিন্দা মৃত মুসলিমের ছেলে সোহান (২৩) ও ৮ নম্বর উপশহর এলাকার আব্দুল লতিফের ছেলে বারেক (২৫)। জানা গেছে, গত রোববার (১৯ মে) থেকে মোট ২৯ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ