সাভার (ঢাকা) সংবাদদাতা : ঢাকার সাভারে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪। এ সময় তাদের কাছ থেকে ১৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এর আগে বুধবার (২২ মে) রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বরগুনা জেলার মো. জসিম ওরফে পান্না (৩৫), মো. কবির মিয়া (২৪), মো. সাদ্দাম (২৬) এবং পটুয়াখালী জেলার মো. খোকন মৃধা (৩৮) ও তাসলিমা বেগম (৩৪)। র্যাব জানায়, তাদের কাছ থেকে ১৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। পরে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
জনপ্রিয় সংবাদ