কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার লাকসামে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় তিন বছরের শিশু মোহাম্মদ মাহি। সকাল পৌনে ৯টায় পরিবারের অন্যরা ঘরে নাস্তা খাচ্ছিলেন। এ সময় মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। লোকজন ছুটে এসে মাহিকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সামসুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
জনপ্রিয় সংবাদ