চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংস্থাটি জানিয়েছে, ওই চার ব্যক্তি অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার (২২ মে) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডস্থ এস আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন সোহেল ওরফে ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন ওরফে মাইকেল (৩৭), মো. তুষার (১৯) ও মো. রুবেল (২২)। এ সময় তাদের কাছ থেকে ৪টি টিপছোরা উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন,‘ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
জনপ্রিয় সংবাদ