ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

নতুন এআই ব্যবস্থা আনছে মাইক্রোসফট, যা ‘সব দেখে’

  • আপডেট সময় : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফট এমন এক নতুন এআই ব্যবস্থা উন্মোচন করছে, যা ব্যবহারকারী নিজের কম্পিউটারে কী কাজ করছেন, তা দেখতে সক্ষম। নতুন এ সিস্টেমে এক ধরনের ‘ফটোগ্রাফিক মেমরি’ যোগ করা হয়েছে যাতে ব্যবহারকারী মনে করতে পারেন, তিনি নিজের পিসি’তে কী দেখেছেন বা কী কাজ করেছেন। এমনকি ব্যবহারকারী পরবর্তীতে কী করতে চান, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে এটি। নতুন এআই ব্যবস্থাটির নাম ‘উইন্ডোজ রিকল’, যাকে নিজস্ব বিল্ট-ইন এআই টুল উন্নত করার উপায় বলে দাবি করছে সফটওয়্যার জায়ান্ট কোম্পানিটি। মাইক্রোসফট বলেছে, এর মাধ্যমে ব্যবহারকারী ‘নিজের পিসি’তে যা দেখেছেন বা যে কাজ করেছেন, সেগুলোতে ভার্চুয়াল উপায়ে প্রবেশের সুযোগ মেলে, তাও এমন উপায়ে, যা ব্যবহারকারীকে পিসি’তে ফটোগ্রাফিক মেমরি থাকার মতো অনুভূতি দেয়।’ তবে, এর সংগৃহিত ডেটা বিভিন্ন এমন ব্যবহারকারীর শঙ্কার কারণ হতে পারে, যারা নিজেদের প্রাইভেসি নিয়ে সতর্ক। তবে কোম্পানি বলেছে, এআই ব্যবস্থাটি কী পরিমাণ ও কী ধরনের ডেটা সংগ্রহ করতে পারবে, সেটি ঠিক করে দেওয়ার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
এই সপ্তাহে মাইক্রোসফটের আয়োজিত ‘বিল্ড’ সম্মেলনে দেখানো বিভিন্ন নতুন ফিচার ও পণ্যের একটি ছিল এটি। এদের মধ্যে সিংহভাগ ফিচারই উইন্ডোজের বিভিন্ন এআই টুলে আনার লক্ষ্য নিয়েছে কোম্পানিটি, যার মাধ্যমে দ্রুতই বিভিন্ন নতুন ডকুমেন্ট তৈরি করা বা তথ্য খোঁজা যাবে। গত সপ্তাহে এআই নিয়ে প্রতিদ্বন্দ্বী গুগল ও মাইক্রোসফটের ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার ওপেনএআইয়ের বড় ঘোষণার পরপরই এ সম্মেলন আয়োজিত হল। এ ছাড়া, মাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলটের জন্যেও বিভিন্ন লার্জ ল্যাংগুয়েজ মডেল বানিয়েছে ওপেনএআই।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার ঢাকা ৮ আসনে নির্বাচনের ঘোষণা মেঘনা আলমের

নতুন এআই ব্যবস্থা আনছে মাইক্রোসফট, যা ‘সব দেখে’

আপডেট সময় : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফট এমন এক নতুন এআই ব্যবস্থা উন্মোচন করছে, যা ব্যবহারকারী নিজের কম্পিউটারে কী কাজ করছেন, তা দেখতে সক্ষম। নতুন এ সিস্টেমে এক ধরনের ‘ফটোগ্রাফিক মেমরি’ যোগ করা হয়েছে যাতে ব্যবহারকারী মনে করতে পারেন, তিনি নিজের পিসি’তে কী দেখেছেন বা কী কাজ করেছেন। এমনকি ব্যবহারকারী পরবর্তীতে কী করতে চান, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে এটি। নতুন এআই ব্যবস্থাটির নাম ‘উইন্ডোজ রিকল’, যাকে নিজস্ব বিল্ট-ইন এআই টুল উন্নত করার উপায় বলে দাবি করছে সফটওয়্যার জায়ান্ট কোম্পানিটি। মাইক্রোসফট বলেছে, এর মাধ্যমে ব্যবহারকারী ‘নিজের পিসি’তে যা দেখেছেন বা যে কাজ করেছেন, সেগুলোতে ভার্চুয়াল উপায়ে প্রবেশের সুযোগ মেলে, তাও এমন উপায়ে, যা ব্যবহারকারীকে পিসি’তে ফটোগ্রাফিক মেমরি থাকার মতো অনুভূতি দেয়।’ তবে, এর সংগৃহিত ডেটা বিভিন্ন এমন ব্যবহারকারীর শঙ্কার কারণ হতে পারে, যারা নিজেদের প্রাইভেসি নিয়ে সতর্ক। তবে কোম্পানি বলেছে, এআই ব্যবস্থাটি কী পরিমাণ ও কী ধরনের ডেটা সংগ্রহ করতে পারবে, সেটি ঠিক করে দেওয়ার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
এই সপ্তাহে মাইক্রোসফটের আয়োজিত ‘বিল্ড’ সম্মেলনে দেখানো বিভিন্ন নতুন ফিচার ও পণ্যের একটি ছিল এটি। এদের মধ্যে সিংহভাগ ফিচারই উইন্ডোজের বিভিন্ন এআই টুলে আনার লক্ষ্য নিয়েছে কোম্পানিটি, যার মাধ্যমে দ্রুতই বিভিন্ন নতুন ডকুমেন্ট তৈরি করা বা তথ্য খোঁজা যাবে। গত সপ্তাহে এআই নিয়ে প্রতিদ্বন্দ্বী গুগল ও মাইক্রোসফটের ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার ওপেনএআইয়ের বড় ঘোষণার পরপরই এ সম্মেলন আয়োজিত হল। এ ছাড়া, মাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলটের জন্যেও বিভিন্ন লার্জ ল্যাংগুয়েজ মডেল বানিয়েছে ওপেনএআই।