আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে বিশ্বের প্রথম ডিএনএ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডি নামের এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিজিসিআই।
এই টিকা প্রাপ্তবয়স্কদের তো দেয়া যাবে, সেই সঙ্গে ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদেরও দেয়া যাবে বলে জানিয়েছে জাইডাস ক্যাডিলা। এটিই বিশ্বের প্রথম ডিএনএভিত্তিক টিকা। এখনও পর্যন্ত বিশ্বে অন্যান্য যেসব করোনা টিকা তৈরি হয়েছে, সেগুলো হয় এমআরএনএ, নয়তো এডিনোভাইরাসভিত্তিক।
ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগের বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসটেন্স কাউন্সিল এবং জাইডাস ক্যাডিলার যৌথ উদ্যোগে তৈরি এই টিকা কার্যকর হওয়ার জন্য ৩টি ডোজ প্রয়োজন।
সংস্থার দাবি, এই টিকা মানব শরীরে সার্স-কোভ-২ ভাইরাসের স্পাইক প্রোটিন উৎপন্ন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। এটি একদিকে রোগ থেকে সুরক্ষা দেয়, পাশাপাশি ভাইরাল লোড ক্লিয়ারেন্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএভিত্তিক এই টিকা সহজেই ভাইরাসের মিউটেশনেরও মোকাবেলা করতে পারে।
ভারতে ডিএনএ টিকার অনুমোদন, লাগবে তিন ডোজ
ট্যাগস :
ভারতে ডিএনএ টিকার অনুমোদন
জনপ্রিয় সংবাদ