বিনোদন ডেস্ক: ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান বার্তা দিয়েছিলেন গণতন্ত্রের গুরুত্ব নিয়ে। এবার ব্যক্তি শাহরুখ বাস্তবেই মানুষকে সচেতন হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, মাইক্রো ব্লগিং সাইট এক্সে শাহরুখ ভারতবাসীকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার তাগিদ দিয়েছেন।
শাহরুখ বলেন, “মহারাষ্ট্রের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। ভারতীয় হিসেবে চলুন এই দায়িত্ব পালন করি। আপনিও ভোটাধিকার নিয়ে প্রচার করুন।” শাহরুখের পোস্টে এক অনুরাগী মন্তব্য করেছেন, “অনেক দূর এগোতে হবে। ঘৃণার বিরুদ্ধে ভোট দিন। উন্নয়নের জন্য ভোট দিন।” আরেক জনের মন্তব্যে, “প্রতিটি ভোট দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক একটা ধাপ।” ভারতে লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে। গত ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। পঞ্চম দফার ভোট সোমবার। আগামী ১ জুন চূড়ান্ত দফা ভোট গ্রহণ শেষে ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করার কথা। গেল বছর শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ মুক্তি পেয়েছে। এই নায়ককে এবার পাওয়া যাবে নির্মাতা সুজয় ঘোষের ‘দ্য কিং’ সিনেমায়। এ সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খানও কাজ করতে চলেছেন। ‘দ্য কিং’ মুক্তি পাবে আগামী বছর।