ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

প্রচারণায় সরগরম আত্রাই

  • আপডেট সময় : ০১:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

নওগাঁ সংবাদদাতা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সরগরম রয়েছে নওগাঁর আত্রাই উপজেলা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না রেখে উন্মুক্ত করে দেওয়ায় দলীয় প্রভাব নেই বললেই চলে। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত হবে এ উপজেলার নির্বাচন। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর সেই প্রতীক নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। চেষ্টা করছেন তাদের মন জয় করার। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সরেজমিন ঘুরে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদরসহ উপজেলার প্রতিটি গ্রাম ও গ্রামের হাট-বাজার এবং অলিগলি। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। ফলে এক উৎসব মখার পরিবেশ তৈরি হয়েছে পুরো উপজেলা জুড়ে। ভোর থেকে রাত পর্যন্ত বিরাহীন ভোটারদের বাড়িতে গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা আত্রাই উপজেলার ভোটারদের। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো. এবাদুর রহমান প্রমাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী প্রামানিক, সহ-সভাপতি আজিজুর রহমান পলাশ, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবর, সনৎ কুমার প্রামানিক, মো. মোহাতাব উদ্দিন ও আত্রাই থানা যুবদলের সদ্য বহিষ্কৃত নেতা শেখ মো. একরামুল বারী রঞ্জু। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ছেন তিনজন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আফছার প্রামাণিক ও আব্দুর রাজ্জাক মণ্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, মোছাম্মৎ শামছুন নাহার, মিতু বানু, ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী ও রওশন আরা পারভীন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম জানান, নির্বাচনকে ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে। কোথাও যদি আচরণবিধির লঙ্ঘন হয় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে সার্বক্ষণিক কাজ করছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

প্রচারণায় সরগরম আত্রাই

আপডেট সময় : ০১:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

নওগাঁ সংবাদদাতা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সরগরম রয়েছে নওগাঁর আত্রাই উপজেলা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না রেখে উন্মুক্ত করে দেওয়ায় দলীয় প্রভাব নেই বললেই চলে। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত হবে এ উপজেলার নির্বাচন। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর সেই প্রতীক নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। চেষ্টা করছেন তাদের মন জয় করার। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সরেজমিন ঘুরে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদরসহ উপজেলার প্রতিটি গ্রাম ও গ্রামের হাট-বাজার এবং অলিগলি। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। ফলে এক উৎসব মখার পরিবেশ তৈরি হয়েছে পুরো উপজেলা জুড়ে। ভোর থেকে রাত পর্যন্ত বিরাহীন ভোটারদের বাড়িতে গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা আত্রাই উপজেলার ভোটারদের। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো. এবাদুর রহমান প্রমাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী প্রামানিক, সহ-সভাপতি আজিজুর রহমান পলাশ, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবর, সনৎ কুমার প্রামানিক, মো. মোহাতাব উদ্দিন ও আত্রাই থানা যুবদলের সদ্য বহিষ্কৃত নেতা শেখ মো. একরামুল বারী রঞ্জু। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ছেন তিনজন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আফছার প্রামাণিক ও আব্দুর রাজ্জাক মণ্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, মোছাম্মৎ শামছুন নাহার, মিতু বানু, ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী ও রওশন আরা পারভীন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম জানান, নির্বাচনকে ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে। কোথাও যদি আচরণবিধির লঙ্ঘন হয় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে সার্বক্ষণিক কাজ করছেন।