ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদসহ চারজন

  • আপডেট সময় : ১২:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি অভিনেতা জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। জায়েদ খানের সঙ্গে আরও তিন জন সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব। তিনি বলেন, “বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি। “আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে দুদিন আগেই সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি। দুই একদিনের মধ্যেই তারা হয়ত কাগজ হাতে পাবে।” সদস্যপদ ফিরে পাওয়ার খবরে জায়েদ খান গ্লিটজকে বলেন, “সত্যের জয় সবসময় হয়। আমি বিষয়টা নিয়ে খুশী।” এদিকে ডি এ তায়েবের নামে অভিনেত্রী নিপুণ সাইবার ক্রাইম আইনে মামলা করবেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে অভিনেতা তায়েব গ্লিটজকে বলেন, “গত বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির কার্যকরী সভা শেষে শিল্পী সমিতির মুখপাত্র হয়ে সভার সিদ্ধান্তগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে আমাকে কথা বলতে হয়। সেখানে নিপুণের সদস্যপদ বাতিল কেন হবে না কারণ চেয়ে নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয়। গণমাধ্যমে বলা আমার কথাগুলো নিয়ে নিপুণ আক্তার আমাকে মামলার ভয় দেখায়। “খণ্ডিত বক্তব্যের মামলা হয় কীভাবে? আমি তো একটা কমিটি, একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত জানিয়েছি। আমার যোগ্যতা নিয়ে তিনি কথা বলেছেন, সাইবার ক্রাইমে মামলা করার হুমকি দিয়েছেন। তিনি আসলে কী চাইছেন, কেন সমিতিকে ঠাট্টার জায়গায় পরিণত করছেন আমরা বুঝছি না। উনার মানসিকভাবে স্থির হওয়া প্রয়োজন বলে মনে করি।” নির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার নব নির্বাচিত কমিটির ফল স্থগিত চেয়ে গত ১৫ মে আদালতে রিট আবেদন করেছেন। গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন নিপুণ। কিন্তু হেরে গেছেন মনোয়ার হোসেন ডিপজলের কাছে। নির্বাচনে সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে ডিপজল নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৬ মেয়াদে তারা সমিতিকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গতবারের নির্বাচন নিয়েও কম জল ঘোলা হয়নি। ২০২২-২৪ মেয়াদের ওই নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব হাই কোর্ট পর্যন্ত গড়ায়। এবারও মিশা-ডিপজল প্যানেলের জয় এবং দায়িত্ব গ্রহণের এক মাস পার না হতেই তা আবার আদালতে গিয়ে ঠেকল। অভিনেত্রী নিপুণ যুক্তরাষ্ট্রে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদসহ চারজন

আপডেট সময় : ১২:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি অভিনেতা জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। জায়েদ খানের সঙ্গে আরও তিন জন সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব। তিনি বলেন, “বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি। “আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে দুদিন আগেই সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি। দুই একদিনের মধ্যেই তারা হয়ত কাগজ হাতে পাবে।” সদস্যপদ ফিরে পাওয়ার খবরে জায়েদ খান গ্লিটজকে বলেন, “সত্যের জয় সবসময় হয়। আমি বিষয়টা নিয়ে খুশী।” এদিকে ডি এ তায়েবের নামে অভিনেত্রী নিপুণ সাইবার ক্রাইম আইনে মামলা করবেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে অভিনেতা তায়েব গ্লিটজকে বলেন, “গত বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির কার্যকরী সভা শেষে শিল্পী সমিতির মুখপাত্র হয়ে সভার সিদ্ধান্তগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে আমাকে কথা বলতে হয়। সেখানে নিপুণের সদস্যপদ বাতিল কেন হবে না কারণ চেয়ে নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয়। গণমাধ্যমে বলা আমার কথাগুলো নিয়ে নিপুণ আক্তার আমাকে মামলার ভয় দেখায়। “খণ্ডিত বক্তব্যের মামলা হয় কীভাবে? আমি তো একটা কমিটি, একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত জানিয়েছি। আমার যোগ্যতা নিয়ে তিনি কথা বলেছেন, সাইবার ক্রাইমে মামলা করার হুমকি দিয়েছেন। তিনি আসলে কী চাইছেন, কেন সমিতিকে ঠাট্টার জায়গায় পরিণত করছেন আমরা বুঝছি না। উনার মানসিকভাবে স্থির হওয়া প্রয়োজন বলে মনে করি।” নির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার নব নির্বাচিত কমিটির ফল স্থগিত চেয়ে গত ১৫ মে আদালতে রিট আবেদন করেছেন। গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন নিপুণ। কিন্তু হেরে গেছেন মনোয়ার হোসেন ডিপজলের কাছে। নির্বাচনে সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে ডিপজল নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৬ মেয়াদে তারা সমিতিকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গতবারের নির্বাচন নিয়েও কম জল ঘোলা হয়নি। ২০২২-২৪ মেয়াদের ওই নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব হাই কোর্ট পর্যন্ত গড়ায়। এবারও মিশা-ডিপজল প্যানেলের জয় এবং দায়িত্ব গ্রহণের এক মাস পার না হতেই তা আবার আদালতে গিয়ে ঠেকল। অভিনেত্রী নিপুণ যুক্তরাষ্ট্রে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।